২৬ বছরের মহারাষ্ট্রের ক্রিকেটার শিবালি শিন্ডে শিরোনামে এসেছিলেন উইমেন্স প্রিমিয়র লিগ চলাকালীন। চোট পাওয়া ক্রিকেটারের পরিবর্তে ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলার সুযোগ পান শিন্ডে। (ছবি: ইনস্টাগ্রাম)
মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা শিবালি একজন ওপেনিং ব্যাটার। মহারাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম। (ছবি: ইনস্টাগ্রাম)
তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পা পড়েনি শিবালির। সবেমাত্র ইন্ডিয়া এ খেলেছেন। যেখানে প্রিয় বন্ধু স্মৃতি মান্ধানার কেরিয়ার তরতরিয়ে এগিয়েছে, শিবালি অনেকটাই পিছিয়ে। (ছবি: টুইটার)
ঘরোয়া ক্রিকেটে শিবালির দ্রুত রান তোলার ক্ষমতা নজর কেড়েছে। (ছবি: ইনস্টাগ্রাম)
ভারতীয় এ টিম ছাড়াও সিনিয়র টি-২০ চ্যালেঞ্জার কাপে খেলার অভিজ্ঞতা রয়েছে শিবালির। (ছবি: ইনস্টাগ্রাম)
কিপার ব্যাটার লক্ষ্মী যাদবের চোটের কারণে মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম সংস্করণে খেলার সুযোগ হঠাৎ করেই আসে শিবালির কাছে। (ছবি: ইনস্টাগ্রাম)
ডব্লিউপিএলে প্রিয় বন্ধু স্মৃতির প্রতিপক্ষ দলে ছিলেন শিবালি। (ছবি: ইনস্টাগ্রাম)
গত মাসে মহারাষ্ট্র প্রিমিয়র লিগ টি-২০ টুর্নামেন্টে খেলেছেন শিবালি। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে। (ছবি: ইনস্টাগ্রাম)
ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। জাতীয় দলের হয়ে সুযোগের অপেক্ষায় মহারাষ্ট্রের এই ডান হাতি ব্যাটার। (ছবি: ইনস্টাগ্রাম)