Bangla NewsPhoto gallerySports photos Shreyanka Patil defends 12 in last over and India A come back to win thriller by three runs in the 1st T20I against England
Shreyanka Patil: বিরাটকে ঈশ্বরের আসনে বসানো শ্রেয়াঙ্কার শেষ ওভারে বাজিমাত ভারতের
India Women's A, England Women's A: একই বলে হাড্ডাহাড্ডি ম্যাচ। ফয়সলা গড়াল শেষ বল অবধি। শুধু যে পুরুষ ক্রিকেটেই হাড্ডাহাড্ডি ম্যাচ হয় তেমনটা নয়। পরিস্থিতি বদলেছে। মহিলাদের ক্রিকেটেও অনেক রোমাঞ্চকর ম্যাচ দেখা যায়। তারই এক নিদর্শন দেখা গেল ভারতের মাটিতে চলতি ভারতীয় মহিলা এ দল ও ইংল্যান্ড মহিলা এ দলের টি-২০ (T20) সিরিজে। তিন ম্যাচের টি-২০ সিরিজে আপাতত ১-০ এগিয়ে ভারতের মেয়েরা।