Shreyas Iyer : শাহরুখ-কন্যার বেস্ট ফ্রেন্ডে মন মজল শ্রেয়সের! কেকেআর ক্যাপ্টেনের পাশে রহস্যময়ী

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 04, 2023 | 8:27 PM

IPL 2023 : পিঠের চোটের কারণে চলতি আইপিএলে খেলতে পারছেন না কেকেআরের (KKR) নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দিন কয়েক আগে লন্ডনে তাঁর পিঠের চোটের সফল অস্ত্রোপচার হয়েছে। এ বার নাইটদের অধিনায়ক শ্রেয়সকে স্টার কিডদের সঙ্গে এক পার্টিতে মুম্বইয়ে দেখা গেল। নাইট ক্যাপ্টেনের পাশে দেখা গিয়েছে এক রহস্যময়ীকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে।

1 / 8
পিঠের চোটের কারণে এ বারের আইপিএলে খেলতে পারছেন না কেকেআরের (KKR) নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। (ছবি-টুইটার)

পিঠের চোটের কারণে এ বারের আইপিএলে খেলতে পারছেন না কেকেআরের (KKR) নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। (ছবি-টুইটার)

2 / 8
দিন কয়েক আগে অস্ত্রোপচার করানোর জন্য লন্ডনে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেখানে তাঁর পিঠের চোটের সফল অস্ত্রোপচার হয়েছে। (ছবি-শ্রেয়স আইয়ার টুইটার)

দিন কয়েক আগে অস্ত্রোপচার করানোর জন্য লন্ডনে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেখানে তাঁর পিঠের চোটের সফল অস্ত্রোপচার হয়েছে। (ছবি-শ্রেয়স আইয়ার টুইটার)

3 / 8
পিঠের অস্ত্রোপচারের পর, লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেখানে চেলসির তারকা স্ট্রাইকার বেন চিলওয়েলের সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। (ছবি-শ্রেয়স আইয়ার ইন্সটাগ্রাম)

পিঠের অস্ত্রোপচারের পর, লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেখানে চেলসির তারকা স্ট্রাইকার বেন চিলওয়েলের সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। (ছবি-শ্রেয়স আইয়ার ইন্সটাগ্রাম)

4 / 8
ব্লুজ তারকা বেন চিলওয়েল ঘরের মাঠে, স্ট্যামফোর্ড ব্রিজে শ্রেয়স আইয়ারকে ৯৬ নম্বর দেওয়া চেলসির জার্সি উপহার দেন। (ছবি-শ্রেয়স আইয়ার ইন্সটাগ্রাম)

ব্লুজ তারকা বেন চিলওয়েল ঘরের মাঠে, স্ট্যামফোর্ড ব্রিজে শ্রেয়স আইয়ারকে ৯৬ নম্বর দেওয়া চেলসির জার্সি উপহার দেন। (ছবি-শ্রেয়স আইয়ার ইন্সটাগ্রাম)

5 / 8
লন্ডন থেকে ফিরে ফুরফুরে মেজাজে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। (ছবি-শ্রেয়স আইয়ার ইন্সটাগ্রাম)

লন্ডন থেকে ফিরে ফুরফুরে মেজাজে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। (ছবি-শ্রেয়স আইয়ার ইন্সটাগ্রাম)

6 / 8
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্রেয়সের এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে তিনি স্টার কিড শানায়া কাপুর, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরির সঙ্গে এক পার্টিতে সময় কাটাচ্ছেন। (ছবি-টুইটার)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্রেয়সের এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে তিনি স্টার কিড শানায়া কাপুর, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরির সঙ্গে এক পার্টিতে সময় কাটাচ্ছেন। (ছবি-টুইটার)

7 / 8
ওই পার্টিতে নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের সঙ্গে শাহরুখ খানের কন্য সুহানার বেস্ট ফ্রেন্ড শানায়া কাপুর, ওরি তো ছিলেনই, পাশাপাশি সেখানে দেখা গিয়েছে অজয় দেবগণ ও কাজলের মেয়ে নায়সা দেবগণকেও। (ছবি-টুইটার)

ওই পার্টিতে নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের সঙ্গে শাহরুখ খানের কন্য সুহানার বেস্ট ফ্রেন্ড শানায়া কাপুর, ওরি তো ছিলেনই, পাশাপাশি সেখানে দেখা গিয়েছে অজয় দেবগণ ও কাজলের মেয়ে নায়সা দেবগণকেও। (ছবি-টুইটার)

8 / 8
সোশ্যাল মিডিয়ায় শ্রেয়স আইয়ারের ওই পার্টির ছবি ভাইরাল হতেও নেটিজ়েনরা খোঁজ করেছেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মার। আসলে কয়েকদিন আগে চাহালপত্নীকে শ্রেয়সের সঙ্গে ইদের পার্টিতে দেখা গিয়েছিল। (ছবি-টুইটার)

সোশ্যাল মিডিয়ায় শ্রেয়স আইয়ারের ওই পার্টির ছবি ভাইরাল হতেও নেটিজ়েনরা খোঁজ করেছেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মার। আসলে কয়েকদিন আগে চাহালপত্নীকে শ্রেয়সের সঙ্গে ইদের পার্টিতে দেখা গিয়েছিল। (ছবি-টুইটার)

Next Photo Gallery