
WPL ট্রফি হাতে স্মৃতি মান্ধানার সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন পলাশ মুচ্ছল। সেটি শেয়ার করেছেন তাঁর ইন্সটাগ্রামে। তা দেখার পর কি বলা যায়, খুল্লাম খুল্লা প্যায়ার করেঙ্গে হাম দোনো... না না সরাসরি বলা যায় না।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে পলাশ মুচ্ছলের সঙ্গে প্রেম করেন স্মৃতি মান্ধানা। তাঁরা অবশ্য তাঁদের সম্পর্কের ব্যাপারে প্রকাশ্যে কিছু জানাননি।

উইমেন্স প্রিমিয়ার লিগে স্মৃতি ও আরসিবিকে সমর্থন করার জন্য স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন পলাশ ও তাঁর মা-বাবা। আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর পলাশের মা-বাবার সঙ্গেও স্মৃতি ট্রফি হাতে ছবি তোলেন।

সোশ্যাল মিডিয়ায় স্মৃতি ও পলাশের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালের পর তাঁরা দু'জন একে অপরকে আলিঙ্গন করছেন।

আপনাদের পরিচয় করিয়ে দিই কে এই পলাশ মুচ্ছল? আসলে পলাশ মুচ্ছল হলেন বলিউডের প্লেব্যাক সিঙ্গার পলক মুচ্ছলের ভাই। পলাশ হলেন সিঙ্গার, মিউজিক কম্পোজার, প্রোডিউসার।

স্মৃতি এবং পলাশ এখনও অবধি তাঁদের সম্পর্কের কথা স্বীকার না করলেও দু'জনের একাধিক ঘনিষ্ঠ ছবি তাঁদের সোশ্যাল মিডিয়ায় রয়েছে।

পলাশ মুচ্ছলের পরিবারের সঙ্গে স্মৃতি মান্ধানার বেশ ভালো সম্পর্ক রয়েছে। পলাশের পরিবারে কোনও অনুষ্ঠানে সুযোগ পেলেই পৌঁছে যান স্মৃতি।

এর আগেও স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের প্রেমের সম্পর্কের কথা লাইমলাইটে এসেছিল। এ বার উইমেন্স প্রিমিয়ার লিগে স্মৃতি-পলাশকে একসঙ্গে দেখতে পাওয়ায় ফের চর্চায় তাঁদের প্রেমকাহিনি।