ক্রিকেটে তাঁর মতো আইকন বাংলা আর পায়নি। ২২ গজে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। অবসরের এত বছর পরেও ভারতীয় ক্রিকেটে সমান প্রাসঙ্গিক সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ, ৮ জুলাই ৫১ বছরে পা দিলেন বাংলার 'মহারাজ'। (ছবি নিজস্ব)
এ বারের জন্মদিনে কলকাতায় রয়েছেন সৌরভ। বিশেষ দিনটি পরিবারের সঙ্গেই কাটালেন তিনি। (ছবি নিজস্ব)
ঘড়ির কাঁটা ১২টার ঘর পার হতেই বেহালার গঙ্গোপাধ্যায় বাড়িতে উৎসবের রেশ। শুরু হয় কেক কাটার পালা। (ছবি নিজস্ব)
সৌরভের পাশে তখন মা, স্ত্রী ও মেয়ে। রয়েছেন বাড়ির অন্য সদস্যরাও। মাঝরাতে জোড়া কেক কেটে সৌরভের জন্মদিনের সেলিব্রেশন শুরু হল।(ছবি নিজস্ব)
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সৌরভকে কেক কেটে খাইয়ে দিলেন স্ত্রী ডোনা। (ছবি নিজস্ব)
পাশে দাঁড়িয়ে থাকা মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের মুখে কেকের টুকরো পুরে দিলেন সৌরভ। (ছবি নিজস্ব)
বাবার ৫১তম জন্মদিন উপলক্ষে লন্ডন থেকে কলকাতায় এসেছেন সানা। বাবাকে বার্থডে উইশ করে কেক খাইয়ে দেন সানা। (ছবি নিজস্ব)
মাঝরাতে কেক কেটে শুরু হল সৌরভের জন্মদিনের উদযাপন। আজ সারাদিন ধরে চলবে উদযাপন। এই বিশেষ দিনে বিশেষ ঘোষণা করবেন বলে কথা দিয়েছেন সৌরভ। সেদিকেও নজর থাকবে সকলের।(ছবি নিজস্ব)