Sourav Ganguly: সৌরভের বায়োপিকে নায়ক কে? খোদ জানালেন মহারাজ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 28, 2023 | 6:08 PM

Sourav Ganguly's Biopic: ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের অপেক্ষায় সিনে এবং ক্রিকেটপ্রেমীরা। আজ, বৃহস্পতিবার তিলোত্তমায় নিজের বায়োপিক '৮০০'-র প্রচারে এসেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan)। তাঁর বায়োপিকের প্রচারের এক অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে সৌরভ নিজের বায়োপিকের নায়ক কে হবেন তা জানিয়েছেন।

1 / 8
বর্তমানে তিলোত্তমায় রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan)। বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। তার ঠিক এক দিন পর, ৬ অক্টোবর মুক্তি পাবে মুরলীধরনের বায়োপিক (Biopic) '৮০০'।

বর্তমানে তিলোত্তমায় রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan)। বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। তার ঠিক এক দিন পর, ৬ অক্টোবর মুক্তি পাবে মুরলীধরনের বায়োপিক (Biopic) '৮০০'।

2 / 8
আসন্ন বায়োপিকের প্রচারে শহরে এসে সল্টলেকের এক স্কুলে কচিকাঁচাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ক্রিকেট খেলতে দেখা যায় মুথাইয়া মুরলীধরনকে। তাঁকে দেখতে ভিড় উপচে পড়ে।

আসন্ন বায়োপিকের প্রচারে শহরে এসে সল্টলেকের এক স্কুলে কচিকাঁচাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ক্রিকেট খেলতে দেখা যায় মুথাইয়া মুরলীধরনকে। তাঁকে দেখতে ভিড় উপচে পড়ে।

3 / 8
শ্রীলঙ্কান স্পিনার মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের প্রচারের অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেখানে সৌরভ নিজের বায়োপিকের নায়ক কে হবেন তা নিজেই নিশ্চিত করেছেন।

শ্রীলঙ্কান স্পিনার মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের প্রচারের অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেখানে সৌরভ নিজের বায়োপিকের নায়ক কে হবেন তা নিজেই নিশ্চিত করেছেন।

4 / 8
দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে। এ বার মুরলীর বায়োপিকের প্রচারের অনুষ্ঠানে সৌরভ নিজের বায়োপিকের নায়ক নিয়ে মুখ খুললেন। সৌরভের বায়োপিকে কোন কোন অধ্যায় উঠে আসবে, তা জানতে আগ্রহী সকলেই। বিশেষ করে গ্রেগ চ্যাপেল বনাম সৌরভ অধ্যায় দেখা যাবে কিনা, তা জানতে আগ্রহী অনেকেই।

দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে। এ বার মুরলীর বায়োপিকের প্রচারের অনুষ্ঠানে সৌরভ নিজের বায়োপিকের নায়ক নিয়ে মুখ খুললেন। সৌরভের বায়োপিকে কোন কোন অধ্যায় উঠে আসবে, তা জানতে আগ্রহী সকলেই। বিশেষ করে গ্রেগ চ্যাপেল বনাম সৌরভ অধ্যায় দেখা যাবে কিনা, তা জানতে আগ্রহী অনেকেই।

5 / 8
 শুরুর দিকে গুঞ্জন শোনা গিয়েছিল, সৌরভের বায়োপিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা রণবীর কাপুরকে। তা অবশ্য হচ্ছে না।

শুরুর দিকে গুঞ্জন শোনা গিয়েছিল, সৌরভের বায়োপিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা রণবীর কাপুরকে। তা অবশ্য হচ্ছে না।

6 / 8
মুরলীর বায়োপিক '৮০০' এর প্রচারের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁর বায়োপিকে নায়ক হবেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। যদিও তাঁর সঙ্গে সৌরভের বায়োপিকের জন্য কোনও চুক্তি এখনও হয়নি।

মুরলীর বায়োপিক '৮০০' এর প্রচারের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁর বায়োপিকে নায়ক হবেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। যদিও তাঁর সঙ্গে সৌরভের বায়োপিকের জন্য কোনও চুক্তি এখনও হয়নি।

7 / 8
অতীতে একাধিক ক্রীড়াবিদের বায়োপিক হয়েছে। তার মধ্যে বিরাট ছাপ ফেলেছিল মহেন্দ্র সিং ধোনির বায়োপিক 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'। তাতে মুখ্য চরিত্রে ছিলেন সুশান্ত সিং রাজপুত। এ ছাড়াও মেরি কম, ভাগ মিলখা সিং, সাইনা নেহওয়ালের মতো একাধিক ক্রীড়াবিদের বায়োপিক হয়েছে। এ বার দেখার সৌরভের বায়োপিকে আয়ুষ্মান কেমন অভিনয় করেন।

অতীতে একাধিক ক্রীড়াবিদের বায়োপিক হয়েছে। তার মধ্যে বিরাট ছাপ ফেলেছিল মহেন্দ্র সিং ধোনির বায়োপিক 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'। তাতে মুখ্য চরিত্রে ছিলেন সুশান্ত সিং রাজপুত। এ ছাড়াও মেরি কম, ভাগ মিলখা সিং, সাইনা নেহওয়ালের মতো একাধিক ক্রীড়াবিদের বায়োপিক হয়েছে। এ বার দেখার সৌরভের বায়োপিকে আয়ুষ্মান কেমন অভিনয় করেন।

8 / 8
সৌরভের কারখানা নিয়ে জল্পনা বাড়ল

সৌরভের কারখানা নিয়ে জল্পনা বাড়ল

Next Photo Gallery