Emiliano Martinez in Kolkata: মারাদোনার মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে শ্রীভূমিতে হুডখোলা জিপে ঘুরলেন ডিবু

Emiliano Martinez in Sree Bhumi Sporting Club: গত ২ দিন ধরে বিশ্বকাপার এমি জ্বরে যেন কাবু গোটা কলকাতা! দিন দুই আগে শহরে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। স্বাভাবিকভাবেই লিওনেল মেসির সতীর্থকে সামনে থেকে এক ঝলক দেখার জন্য ফুটবল প্রেমীদের মধ্যে হুড়োহুড়ি লেগে পড়েছে। সোমবার কলকাতায় পৌঁছেছিলেন এমি। মঙ্গলবার দিনভর একঝাঁক কর্মসূচি ছিল তাঁর। আজ, বুধবারও ডিবুর স্বস্তি ফেলার জো নেই। সক্কাল সক্কাল তিনি পৌঁছে গিয়েছেন কলকাতার শ্রীভূমি ক্লাবে।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 05, 2023 | 12:12 PM

1 / 8
এমির তিলোত্তমা সফরের আজ শেষ দিন। কলকাতাবাসীর কাছে আজই শেষ সুযোগ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে (Emiliano Martinez) সামনে থেকে দেখার। (ছবি-মোহন বাগান টুইটার)

এমির তিলোত্তমা সফরের আজ শেষ দিন। কলকাতাবাসীর কাছে আজই শেষ সুযোগ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে (Emiliano Martinez) সামনে থেকে দেখার। (ছবি-মোহন বাগান টুইটার)

2 / 8
মিলন মেলা প্রাঙ্গন থেকে মোহনবাগান ক্লাব --- মঙ্গলবার দিনভর একঝাঁক কর্মসূচি ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। (নিজস্ব চিত্র)

মিলন মেলা প্রাঙ্গন থেকে মোহনবাগান ক্লাব --- মঙ্গলবার দিনভর একঝাঁক কর্মসূচি ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। (নিজস্ব চিত্র)

3 / 8
আজ, বুধবারও ডিবুর স্বস্তি ফেলার জো নেই। সক্কাল সক্কাল তিনি পৌঁছে গিয়েছেন কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। (নিজস্ব চিত্র)

আজ, বুধবারও ডিবুর স্বস্তি ফেলার জো নেই। সক্কাল সক্কাল তিনি পৌঁছে গিয়েছেন কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। (নিজস্ব চিত্র)

4 / 8
বাইপাসের ধারে দিয়েগো মারাদোনার মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। (নিজস্ব চিত্র)

বাইপাসের ধারে দিয়েগো মারাদোনার মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। (নিজস্ব চিত্র)

5 / 8
শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে হুডখোলা জিপে ঘোরেন এমি। জিপের চাকা এক পা নড়ার জায়গা ছিল না। ডিবুকে দেখতে সকাল সকাল শ্রীভূমিতে পৌঁছে গিয়েছেন কলকাতার ফুটবল ভক্তরা। (নিজস্ব চিত্র)

শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে হুডখোলা জিপে ঘোরেন এমি। জিপের চাকা এক পা নড়ার জায়গা ছিল না। ডিবুকে দেখতে সকাল সকাল শ্রীভূমিতে পৌঁছে গিয়েছেন কলকাতার ফুটবল ভক্তরা। (নিজস্ব চিত্র)

6 / 8
হুডখোলা জিপ থেকে ভক্তদের জন্য ফুটবলে অটোগ্রাফও দিয়ে দেন ডিবু। (নিজস্ব চিত্র)

হুডখোলা জিপ থেকে ভক্তদের জন্য ফুটবলে অটোগ্রাফও দিয়ে দেন ডিবু। (নিজস্ব চিত্র)

7 / 8
এরপর তাঁকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। (নিজস্ব চিত্র)

এরপর তাঁকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। (নিজস্ব চিত্র)

8 / 8
 শ্রীভূমি ক্লাবের পক্ষ থেকে এমিলিয়ানো মার্টিনেজকে সোনার গ্লাভস দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতার পর অশ্লীল পোজ দিয়েছিলেন এমি। কলকাতাতেও সেই বিতর্কিত পোজ দিয়েছেন এমি। (নিজস্ব চিত্র)

শ্রীভূমি ক্লাবের পক্ষ থেকে এমিলিয়ানো মার্টিনেজকে সোনার গ্লাভস দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতার পর অশ্লীল পোজ দিয়েছিলেন এমি। কলকাতাতেও সেই বিতর্কিত পোজ দিয়েছেন এমি। (নিজস্ব চিত্র)