Bangla NewsPhoto gallerySports photos Sree Bhumi Sporting Club felicitated Emiliano Martinez, he pays tribute infront of Maradona statue during Kolkata Tour
Emiliano Martinez in Sree Bhumi Sporting Club: গত ২ দিন ধরে বিশ্বকাপার এমি জ্বরে যেন কাবু গোটা কলকাতা! দিন দুই আগে শহরে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। স্বাভাবিকভাবেই লিওনেল মেসির সতীর্থকে সামনে থেকে এক ঝলক দেখার জন্য ফুটবল প্রেমীদের মধ্যে হুড়োহুড়ি লেগে পড়েছে। সোমবার কলকাতায় পৌঁছেছিলেন এমি। মঙ্গলবার দিনভর একঝাঁক কর্মসূচি ছিল তাঁর। আজ, বুধবারও ডিবুর স্বস্তি ফেলার জো নেই। সক্কাল সক্কাল তিনি পৌঁছে গিয়েছেন কলকাতার শ্রীভূমি ক্লাবে।