Emiliano Martinez in Kolkata : এমিকে স্বাগত জানাল তিলোত্তমা, দেওয়া হবে ‘গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ড’

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 03, 2023 | 11:10 PM

সোম-বিকেলে হয়েছে অপেক্ষার অবসান হয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের। তিলোত্তমায় পা রেখেছেন কাতারে ফুটবল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ। লিওনেল মেসি, দিয়েগো মারাদোনার পর কলকাতা পা পড়েছে আরও এক আর্জেন্টাইন তারকার।

1 / 8
সোমবার বিকেলে কলকাতা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন ভক্তরা। গলায় সবুজ মেরুন উত্তরীয় পরে বিমানবন্দর থেকে বেরতেই অনুরাগীদের ডিবু ডিবু চিৎকারে মুখরিত হয়ে ওঠে চারিদিক। (ছবি নিজস্ব)

সোমবার বিকেলে কলকাতা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন ভক্তরা। গলায় সবুজ মেরুন উত্তরীয় পরে বিমানবন্দর থেকে বেরতেই অনুরাগীদের ডিবু ডিবু চিৎকারে মুখরিত হয়ে ওঠে চারিদিক। (ছবি নিজস্ব)

2 / 8
এমিতে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং অনেকেই। মঙ্গলবার মোহনবাগানে যাবেন তিনি। (ছবি নিজস্ব)

এমিতে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং অনেকেই। মঙ্গলবার মোহনবাগানে যাবেন তিনি। (ছবি নিজস্ব)

3 / 8
মন্ত্রী সুজিত বসু তাঁর হাতে ফুল দিয়ে কলকাতায় স্বাগত জানান। হাসিমুখে সৌজন্য বিনিময় করেন মার্টিনেজ। (ছবি নিজস্ব)

মন্ত্রী সুজিত বসু তাঁর হাতে ফুল দিয়ে কলকাতায় স্বাগত জানান। হাসিমুখে সৌজন্য বিনিময় করেন মার্টিনেজ। (ছবি নিজস্ব)

4 / 8
প্রবল ভিড়ের মাঝে সংবাদমাধ্যমকে বললেন, "দারুণ অনুভূতি হচ্ছে। কলকাতায় আসতে পেরে খুব ভালো লাগছে।" (ছবি নিজস্ব)

প্রবল ভিড়ের মাঝে সংবাদমাধ্যমকে বললেন, "দারুণ অনুভূতি হচ্ছে। কলকাতায় আসতে পেরে খুব ভালো লাগছে।" (ছবি নিজস্ব)

5 / 8
বুধবার শ্রীভূমি ক্লাবে যাওয়ার কথা রয়েছে এমির। সকাল ১১টা নাগাদ বাইপাসের ধারে মারাদোনার মূর্তিতে মালা দেবেন তিনি। (ছবি নিজস্ব)

বুধবার শ্রীভূমি ক্লাবে যাওয়ার কথা রয়েছে এমির। সকাল ১১টা নাগাদ বাইপাসের ধারে মারাদোনার মূর্তিতে মালা দেবেন তিনি। (ছবি নিজস্ব)

6 / 8
শ্রীভূমির তরফে তাঁকে বিশেষ উপহার দেওয়া হবে। স্মারক হিসেবে গোল্ডেন গ্লাভ পুরস্কার দেওয়া হবে এমিলিয়ানো মার্টিনেজকে। (ছবি নিজস্ব)

শ্রীভূমির তরফে তাঁকে বিশেষ উপহার দেওয়া হবে। স্মারক হিসেবে গোল্ডেন গ্লাভ পুরস্কার দেওয়া হবে এমিলিয়ানো মার্টিনেজকে। (ছবি নিজস্ব)

7 / 8
মারাদোনার মূর্তিতে মাল্যদান করে যাবেন শ্রীভূমির মাঠে। সেখানে প্রায় হাজার দুয়েক মানুষ এমিকে দেখার সুযোগ পাবেন। (ছবি নিজস্ব)

মারাদোনার মূর্তিতে মাল্যদান করে যাবেন শ্রীভূমির মাঠে। সেখানে প্রায় হাজার দুয়েক মানুষ এমিকে দেখার সুযোগ পাবেন। (ছবি নিজস্ব)

8 / 8
শ্রীভূমির মাঠে পাঁচজন করে পেনাল্টি শুটআউটের ব্যবস্থা রাখা হয়েছে। (ছবি নিজস্ব)

শ্রীভূমির মাঠে পাঁচজন করে পেনাল্টি শুটআউটের ব্যবস্থা রাখা হয়েছে। (ছবি নিজস্ব)

Next Photo Gallery