Emiliano Martinez in Kolkata : এমিকে স্বাগত জানাল তিলোত্তমা, দেওয়া হবে ‘গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ড’
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jul 03, 2023 | 11:10 PM
সোম-বিকেলে হয়েছে অপেক্ষার অবসান হয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের। তিলোত্তমায় পা রেখেছেন কাতারে ফুটবল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ। লিওনেল মেসি, দিয়েগো মারাদোনার পর কলকাতা পা পড়েছে আরও এক আর্জেন্টাইন তারকার।
1 / 8
সোমবার বিকেলে কলকাতা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন ভক্তরা। গলায় সবুজ মেরুন উত্তরীয় পরে বিমানবন্দর থেকে বেরতেই অনুরাগীদের ডিবু ডিবু চিৎকারে মুখরিত হয়ে ওঠে চারিদিক। (ছবি নিজস্ব)
2 / 8
এমিতে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং অনেকেই। মঙ্গলবার মোহনবাগানে যাবেন তিনি। (ছবি নিজস্ব)
3 / 8
মন্ত্রী সুজিত বসু তাঁর হাতে ফুল দিয়ে কলকাতায় স্বাগত জানান। হাসিমুখে সৌজন্য বিনিময় করেন মার্টিনেজ। (ছবি নিজস্ব)
4 / 8
প্রবল ভিড়ের মাঝে সংবাদমাধ্যমকে বললেন, "দারুণ অনুভূতি হচ্ছে। কলকাতায় আসতে পেরে খুব ভালো লাগছে।" (ছবি নিজস্ব)
5 / 8
বুধবার শ্রীভূমি ক্লাবে যাওয়ার কথা রয়েছে এমির। সকাল ১১টা নাগাদ বাইপাসের ধারে মারাদোনার মূর্তিতে মালা দেবেন তিনি। (ছবি নিজস্ব)
6 / 8
শ্রীভূমির তরফে তাঁকে বিশেষ উপহার দেওয়া হবে। স্মারক হিসেবে গোল্ডেন গ্লাভ পুরস্কার দেওয়া হবে এমিলিয়ানো মার্টিনেজকে। (ছবি নিজস্ব)
7 / 8
মারাদোনার মূর্তিতে মাল্যদান করে যাবেন শ্রীভূমির মাঠে। সেখানে প্রায় হাজার দুয়েক মানুষ এমিকে দেখার সুযোগ পাবেন। (ছবি নিজস্ব)
8 / 8
শ্রীভূমির মাঠে পাঁচজন করে পেনাল্টি শুটআউটের ব্যবস্থা রাখা হয়েছে। (ছবি নিজস্ব)