ইডেনে আজ রাতে হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের (KKR vs SRH) ম্যাচ। তার আগে হঠাৎ করেই বটতলায় হাজির সুনীল নারিন (Sunil Narine)। (নিজস্ব চিত্র)
ঠিক কী কারণে নারিন ম্যাচের আগে বটতলায় এসেছেন? খানিক খোঁজ নিতেই জানা গিয়েছে, আসলে নাইটদের মিস্ট্রি স্পিনার সুনীল নারিনের মতো হুবহু দেখতে এক কেকেআর সমর্থক এসেছেন ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। (নিজস্ব চিত্র)
বেগুনি জার্সি পরা সুনীল নারিনের মতো দেখতে ওই ভদ্রলোকের নাম অজয় কাপুর। দিল্লির ওই যুবক নারিন ভক্ত। (নিজস্ব চিত্র)
নারিনের ভক্ত অজয় কাপুর দিল্লি থেকে ইডেনে এসেছেন কেকেআরের ম্যাচ দেখতে। (নিজস্ব চিত্র)
গুরগাওের বাসিন্দা অজয় কাপুর শুধু সুনীল নারিনের মতো দেখতে তা নয়। তাঁর বোলিং অ্যাকশনও নারিনের মতো। (নিজস্ব চিত্র)
প্রিয় তারকা নারিনের যেমন ট্যাটু রয়েছে, ঠিক তেমনই ট্যাটুও নিজের হাতে বানিয়েছেন অজয় কাপুর। (নিজস্ব চিত্র)
দুবাইয়ে অজয় কাপুর এর আগে মাত্র ২ মিনিটের জন্য সুনীল নারিনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন। (নিজস্ব চিত্র)
অজয়কে দেখে নারিন নিজেও অবাক হয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত, আজ এই নারিন প্রেমী অজয়ের জন্মদিন। তাই নিজের জন্মদিনে প্রিয় তারকার হয়ে গলা ফাটাতে ইডেনের গ্যালারিতে উপস্থিত থাকবেন অজয়। (নিজস্ব চিত্র)