দুবাইতে নিলাম হওয়ার পর থেকে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ককে (Mitchell Starc) নিয়ে ক্রিকেট মহলে সব সময় আলোচনা চলে। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় নিলাম থেকে কেকেআর কিনেছে স্টার্ককে। সেই স্টার্কের বাসস্থানের ব্যাপারে জানলে চমকে যাবেন। (ছবি - realestate.com.au)
দশ-বিশ কোটি নয় পুরো ২০৭ কোটি টাকার এক ম্যানসনে থাকেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক এবং তাঁর স্ত্রী অ্যালিসা হিলি। (ছবি - realestate.com.au)
ক্রিকেটের পাওয়ার কাপল মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলির যে ম্যানসন রয়েছে তা রাজপ্রাসাদের থেকে কম কিছু নয়। তার বাইরে থেকে শুরু করে অন্দরমহল বেশ নজরকাড়া। (ছবি - realestate.com.au)
মিচেল স্টার্ক ও তাঁর স্ত্রী অ্যালিসা হিলি, যিনি অজি দলের ক্যাপ্টেন তাঁদের ২০৭ কোটি টাকার ম্যানসনে রয়েছে একটি সুদৃশ্য সুইমিং পুল। (ছবি - realestate.com.au)
অজি পাওয়ার কাপল মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলির এই ম্যানসনটি ২০১৭ সালে তৈরি। সেখানে রয়েছে চারটি বেডরুম এবং ৩টি বাথরুম। (ছবি - realestate.com.au)
রিসর্টের স্টাইলে মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলির ম্যানসনটি বানানো হয়েছে। যেখানে কিচেনের জন্য যথেষ্ট জায়গা রাখা হয়েছে। এবং উন্নতমানের মডিউলার কিচেন বানানো হয়েছে। (ছবি - realestate.com.au)
উত্তর সিডনিতে মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলির এই নয়নাভিরাম ম্যানসনটি অবস্থিত। ওই অট্টালিকার ভেতর থেকেও প্রাকৃতিক পরিবেশের আভাস উপভোগ করা যায়। (ছবি - realestate.com.au)
মিচেল স্টার্ক আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার পর থেকে ক্রিকেট প্রেমীরা তাঁর সম্পত্তির ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন। সেই সূত্রেই খোঁজ মিলেছে স্টার্ক ও হিলির এই বিলাসবহুল বাসস্থানের। (ছবি - realestate.com.au)