
সদ্য টিম ইন্ডিয়ার জন্য ক্রিকেটের তিন ফর্ম্যাটের তিন রকমের জার্সি বানানো হয়েছে। শুধু তাই নয়, 'এক খেলা, এক জার্সি'-র ছাপ দেখা গিয়েছে ভারতের নতুন জার্সিতে।

আসলে সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার আগে বিরাট কোহলি-রোহিত শর্মাদের নতুন জার্সি পরা ছবি ভাইরাল। একইসঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেটারদেরও নতুন জার্সিতে দেখা গিয়েছে।

বিরাট-রোহিতদের জন্য যেমন টি-২০ ক্রিকেটের জার্সি বানানো হয়েছে ঠিক তেমন পরেই খেলবেন স্মৃতি মান্ধানারাও।

হার্দিক পান্ডিয়াদের জন্য ওডিআই ক্রিকেটের জার্সি যেমন, ঠিক একইরকম জার্সিতে ওয়ান ডে ক্রিকেট ম্যাচে মাঠে নামতে দেখা যাবে জেমাইমা রডরিগজদের।

রেনুকা সিং থেকে শুরু করে শুভমন গিলরা নতুন জার্সিতে এক বিশেষ বার্তা দিচ্ছেম। যে, 'অসম্ভব বলে কিছু নেই'...

হরমনপ্রীত কৌরদের নতুন জার্সিতে কেমন লাগছে? সেই ছবিও এখন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

ভারতের পুরুষ দলের নতুন জার্সির দাম ৪৯৯৯ টাকা। স্মৃতি-হরমনপ্রীতদের জার্সির দামও একই রাখা হয়েছে।

ভারতীয় মহিলা দলের ক্রিকেটারদের নতুন টি-২০ ও ওডিআই জার্সিতে বিভিন্ন ছবি দেখা গিয়েছে। কিন্তু নতুন টেস্ট জার্সিতে তাঁদের কেমন লাগছে তার কোনও ছবি আপাতত দেখতে পাওয়া যায়নি। যেহেতু হরমনপ্রীতদের বাকি ২ ফর্ম্যাটের জার্সি কোহলিদের মতোই,তাই ক্রিকেটমহলের মতে ভারতীয় মহিলা দলের ক্রিকেটারদের টেস্ট জার্সি পুরুষ দলের টেস্ট জার্সির মতোই হবে।