সে এক স্বপ্নের মতো রাত। ঠিক এক বছর আগে আজকের দিনেই সাধের বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। (ছবি:সোশ্যাল মিডিয়া)
টানা ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন লিওনেল মেসি। ২০২২ সালের আগে শেষ ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার হাত ধরে বিশ্বকাপ এসেছিল আর্জেন্টিনায়। (ছবি:সোশ্যাল মিডিয়া)
মাঝে কেটে গিয়েছিল ৩৬ বছর। সোনালী ট্রফির স্বপ্নে বুঁদ ছিলেন মেসি। আট বারের ব্যালন ডি'অর জয়ীর বর্নময় কেরিয়ারে অধরা ছিল বিশ্বকাপ ট্রফিটিই। (ছবি:সোশ্যাল মিডিয়া)
২০২২ সালের ১৮ ই ডিসেম্বর সেই ট্রফি জিতে ষোলো কলা পূর্ণ করেন মেসি। ফ্রান্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ফাইনালে জিতে সোনালী ট্রফি ঘরে তোলেন লা আলবিসেলেস্তেরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)
‘ব্যাটল অফ লুসেলে’ ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্সকে হারিয়ে বিশ্বখেতাব জেতার সেই রাত ফুটবলপ্রেমীদের মণিকোঠায় আজীবন থেকে যাবে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
সে স্মৃতি ভোলার নয়। এই রাতেই লিওর মুকুটে যোগ হয় নয়া পালক। ফ্রান্সকে পরাস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এলএম টেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)
এ ছাড়া নীল-সাদা জার্সিতে নজর কেড়েছিলেন তারকা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। (ছবি:সোশ্যাল মিডিয়া)
গোল্ডেন গ্লাভস জেতেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্লীল অঙ্গভঙ্গী করে বিতর্কে জড়ান মার্টিনেজ। (ছবি:সোশ্যাল মিডিয়া)