দেশ-বিদেশের ৩৩০ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হল দুবাইতে হওয়া আইপিএলের মিনি নিলামে (IPL Auction 2024)। ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের দলের ফাঁক ফোকর মেটানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
১০টি দল আইপিএল নিলাম থেকে ৭৭ জন ক্রিকেটারকে কিনতে পারত। সেখানে ৭২ জন ক্রিকেটারকে ২৩০ কোটি ৪৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে ১০ ফ্র্যাঞ্চাইজি। মোট ৩০ জন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন এই মিনি নিলামে। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
এ বারের আইপিএলের মিনি নিলামে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্ক। তাঁকে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে আইপিএল-২০২৪ এর মিনি নিলাম থেকে কিনেছে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ দুবাইতে হওয়া মিনি নিলামে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছে। এ বারের নিলামে দ্বিতীয় দামি বিদেশি ক্রিকেটার কামিন্স। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
আইপিএল-২০২৪ এর মিনি নিলামে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ড্যারেল মিচেল। তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে কিনেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
ওয়েস্ট ইন্ডিজের তারকা বোলার আলজারি জোসেফ এ বারের আইপিএল নিলামের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারদের তালিকায় চারে রয়েছেন। তাঁকে ১১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে আইপিএল নিলাম থেকে কিনেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার রাইলি রোসোও রয়েছেন আইপিএল নিলামের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারদের তালিকায়। তাঁকে ৮ কোটি টাকা দিয়ে দুবাইতে হওয়া আইপিএলের মিনি নিলামে কিনেছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
ওয়েস্ট ইন্ডিজের পাওয়ারহিটার রোভম্যান পাওয়েলকে ৭ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে রাজস্থান রয়্যালস আইপিএল নিলাম থেকে কিনেছে। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারদের তালিকায় তিনি রয়েছেন ছয় নম্বরে। (ছবি-আইপিএল ওয়েবসাইট)