IPL: আইপিএলের ইতিহাসে রিলিজের খাতায় কোনওদিন নাম ওঠেনি যাঁদের
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 11, 2023 | 8:00 AM
IPL News: ডিসেম্বরে ভারতের দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের নিলাম। উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণের নিলাম হয়ে গিয়েছে। আর কয়েকদিন পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। ১০ ফ্র্যাঞ্চাইজির হাতে আর ২টো দিন সময় আছে ট্রেডিংয়ের মাধ্যমে প্লেয়ার নেওয়ার। ১৯ ডিসেম্বর দুবাইতে বসবে ২০২৪ আইপিএলের মিনি নিলামের আসর। তার আগে জেনে নিন আইপিএলের ইতিহাসের এমন ৬ ক্রিকেটারকে, যাঁদের কোনওদিন তাঁদের ফ্র্যাঞ্চাইজি রিলিজ করেনি।
1 / 8
দেখতে দেখতে ভারতের কোটিপতি লিগের ১৫টা মরসুম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২০০৮ সাল থেকে আইপিএলের জনপ্রিয়তা উত্তোরত্তর বেড়েছে। আগামী বছর হবে আইপিএলের ১৬তম সংস্করণ।
2 / 8
২০২২ সাল থেকে আইপিএল ১০ দলের হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দুই দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৪ আইপিএলের আগে ১৯ ডিসেম্বর ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে সুযোগ থাকবে মিনি নিলামে দলের শক্তি কিছুটা বাড়িয়ে নেওয়ার।
3 / 8
২০২৪ সালের আইপিএলের আগে জেনে নিন, এই টুর্নামেন্টের ইতিহাসের এমন ৬ ক্রিকেটারকে, যাঁদের কোনওদিন তাঁদের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয়নি। এই তালিকায় প্রথমেই যাঁর নাম করতে হয় তিনি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্স নেয় তাঁকে। ২০০৮ থেকে ২০১১ সাল অবধি তিনি মুম্বইয়ের নেতা ছিলেন। ২০১৩ সাল অবধি তিনি আইপিএলে খেলেছিলেন মুম্বইয়ের হয়েই।
4 / 8
২০০৮ সালের আইপিএলের নিলামে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই শুরু, এখনও ইয়েলোব্রিগেডেই রয়েছেন ধোনি। সিএসকেকে ৫ বার আইপিএল খেতাবও জিতিয়েছেন ধোনি।
5 / 8
বিরাট কোহলি (Viart Kohli) আর আরসিবি যেন একে অপরের পরিপূরক। ২০০৮ সালে বিরাটকে দলে নিয়েছিল আরসিবি। তারপর থেকে দীর্ঘ ১৫ বছর আরসিবির হয়েই খেলছেন বিরাট কোহলি। ২০২৪ সালের আইপিএলেও তাঁকে খেলতে দেখা যাবে আরসিবির জার্সিতে।
6 / 8
২০১৬ সালে ঋষভ পন্থকে (Rishabh Pant) দলে নেয় দিল্লি ক্যাপিটালস। এরপর ২০১৮ ও ২০২২ সালের মেগা নিলামেও দিল্লি রিটেইন করে রাখে ঋষভ পন্থকে।
7 / 8
ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন (Sunil Narine) কলকাতা নাইট রাইডার্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ২০১২ সাল থেকে মিস্ট্রি স্পিনার সুনীল নারিন কেকেআরের জার্সিতে খেলছেন। আগামী বছরের আইপিএলেও তাঁকে খেলতে দেখা যাবে নাইট জার্সিতেই।
8 / 8
শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা (Lasith Malinga) ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। তারপর থেকে তাঁকে মুম্বইয়ের জার্সিতেই তাঁকে আইপিএলে খেলতে দেখা গিয়েছে। ২০১৭ সাল অবধি তিনি মুম্বইয়ের হয়েই আইপিএলে খেলেছেন। ২০১৮ সাল থেকে তিনি মুম্বইয়ের বোলিং মেন্টর হিসেবে রয়েছেন।