আইপিএলের মাঝেই কিছুক্ষণের জন্য ক্রিকেট থেকে দূরে বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে নেমে পড়লেন ব্যাডমিন্টন কোর্টে। বেঙ্গালুরুর একটি আবাসনের বাসিন্দাদের সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ওই পাওয়ার কাপল। (ছবি:টুইটার)
একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার প্রমোশনাল ইভেন্টে কোর্টে নেমেছিল বিরুষ্কা। জুটি বেঁধে মিক্সড ডাবলস খেললেন তাঁরা। স্থানীয়দের সঙ্গে খেলা বেশ উপভোগ করেছেন। তবে শেষ পর্যন্ত জয়ী কে হয়েছে তা জানা যায়নি। (ছবি:টুইটার)
কালো ট্র্যাক প্যান্টের সঙ্গে ব্লু স্ট্রাইপড টি-শার্ট পরেছিলেন বিরাট। খেলার মাঝে বিরাটকে অট্টহাসিতে ফেটে পড়তে দেখা গিয়েছে। (ছবি:টুইটার)
কালো স্লিভলেস টি-শার্ট এবং কালো শর্টসে বিরাটের পাশে অনুষ্কারও স্পোর্টি লুক। দু'জনেই ব্যাডমিন্টন স্কিল দেখালেন। (ছবি:টুইটার)
বেঙ্গালুরু দুটি আবাসনের বাসিন্দাদের চমকে দেন বিরাট এবং অনুষ্কা। তাঁদের আসার খবর আগে থেকে ছিল না। পছন্দের তারকাদের কাছে পেয়ে তাঁদের উচ্ছ্বাসের সীমা ছিল না। (ছবি:টুইটার)
সেলফি তোলার হুড়োহুড়ি পড়ে যায়। প্রবীণদের সঙ্গে হাসিমুখে সেলফি তুললেন বিরাট ও অনুষ্কা। (ছবি:টুইটার)
ফাফ ডুপ্লেসির চোটের কারণে আরসিবিকে গত দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট। দুটি ম্যাচই জিতেছে আরসিবি। (ছবি:টুইটার)
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বুধবার ঘরের মাঠে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে ফুরফুরে মেজাজে ধরা দিলেন বিরাট।(ছবি:টুইটার)