Virat Anushka Playing Badminton: ব্যাট ছেড়ে ব্যাডমিন্টনে কোর্টে, পার্টনার অনুষ্কাকে নিয়ে জমিয়ে খেললেন বিরাট
পুরোদমে চলছে আইপিএল। তারই মাঝে অন্য খেলায় মাতলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাণভোমরা বিরাট কোহলি। ব্যাট ছেড়ে ব্যাডমিন্টন কোর্টে দেখা গেল তাঁকে। এখানেও সঙ্গী রিয়েল লাইফ পার্টনার অনুষ্কা শর্মা।