Virat Kohli Visits Temple : গম্ভীরের সঙ্গে বিবাদের পর ঈশ্বরের শরণে বিরাট, সঙ্গ দিলেন অনুষ্কা
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
May 04, 2023 | 12:43 AM
IPL 2023 : গত ১ মে এলএসজি বনাম আরসিবি ম্যাচের পরে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে তুমুল অশান্তি বাঁধে। সেই ঘটনার পরপরই বিরাটকে দেখা গেল মন্দিরে দর্শনে। সঙ্গী অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মা।
1 / 8
গৌতম-গম্ভীর ও বিরাট কোহলির লড়াই দেখে নিয়েছে সারা ক্রিকেট বিশ্ব। একটি দলের ক্রিকেটার ও অন্য টিমের মেন্টর যেন একে অপরকে এই মারে কি সেই মারে। গম্ভীরের সঙ্গে ঝামেলার সূত্রপাত লখনউয়ের পেসার নবীন উল হক। (ছবি: টুইটার)
2 / 8
লখনউ থেকে দিল্লি অর্থাৎ নিজের শহরে পৌঁছেছেন বিরাট। অনুষ্কার সঙ্গে তাঁর এই ছবিটি দিল্লির।(ছবি: টুইটার)
3 / 8
এরই ফাঁকে স্ত্রী অনুষ্কাকে নিয়ে মন্দিরে পৌঁছে গিয়েছেন বিরাট। মন শান্ত রাখার জন্য ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন আরসিবি তারকা। (ছবি: টুইটার)
4 / 8
বিরাট অনুষ্কার মন্দির দর্শনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।(ছবি: টুইটার)
5 / 8
ভিডিয়োটিতে বিরাটকে ধুতি আর উত্তরীয় গলায় দেখা গিয়েছে। সঙ্গে ফুলের মালা ও মাথায় তিলক। ভক্তিতে লীন হয়ে গিয়েছেন বিরাট। (ছবি: টুইটার)
6 / 8
বিরাট এবং অনুষ্কা কোন জায়গার মন্দিরে গিয়েছিলেন তা জানা যায়নি। এর আগে একাধিকবার বিরাট ও অনুষ্কাকে মন্দির, আশ্রম দর্শনে দেখা গিয়েছে। (ছবি: টুইটার)
7 / 8
গত সোমবারের ম্যাচে গৌতম গম্ভীর ও নবীন উল হকের সঙ্গে ঝামেলায় জড়ানোয় বিরাট যেমন সমর্থন পেয়েছেন তেমনই সমালোচিত হন। (ছবি: টুইটার)
8 / 8
৬ মে আরসিবির পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। নিজের শহরে নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের সামনে খেলবেন কোহলি। (ছবি: টুইটার)