Wazhma Ayubi: আফগানদের হয়ে গ্যালারি মাতানো ‘মিস্ট্রি গার্ল’ আসলে কে জানেন?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 18, 2023 | 8:30 AM

Afghanistan Fan Wazhma Ayubi: এ ছাড়া সমাজকর্মী হিসেবেও কাজ করেন তিনি। দেশের নানা বৈষম্যমূলক কাজ কর্মের বিরুদ্ধে আওয়াজ তুলতে শোনা যায় তাঁকে। ক্রিকেটের পাশাপাশি হিন্দি সিনেমার প্রতিও ভালোবাসা রয়েছে তাঁর। বলিউডে কাজ করতে চান তিনি। এ ছাড়া দেশ-বিদেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন ওয়াজমা। আইপিএলে ওয়াজমার পছন্দের তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিংয়ের খেলা দেখতে সুদূর কাবুল থেকে কলকাতায় ছুটে আসেন আফগান সুন্দরী।

1 / 8
গত বারের এশিয়া কাপ থেকেই আলোচনায় উঠে এসেছিলেন আফগান সুন্দরী ওয়াজমা আয়োবি। ক্রিকেটের অন্ধ ভক্ত তিনি। কে এই আফগান 'মিস্ট্রি গার্ল' জানেন?

গত বারের এশিয়া কাপ থেকেই আলোচনায় উঠে এসেছিলেন আফগান সুন্দরী ওয়াজমা আয়োবি। ক্রিকেটের অন্ধ ভক্ত তিনি। কে এই আফগান 'মিস্ট্রি গার্ল' জানেন?

2 / 8
এক কথায় ক্রিকেটের প্রেমে পাগল তিনি।তাঁর দল আফগানিস্তান যেখানেই খেলতে যাক না কেন, গ্য়ালারি মাতাতে সেখানে হাজির হন এই সুন্দরী। সোশ্য়াল মিডিয়ার বেশ পরিচিত এবং বলা ভালো চর্চিত মুখ তিনি।

এক কথায় ক্রিকেটের প্রেমে পাগল তিনি।তাঁর দল আফগানিস্তান যেখানেই খেলতে যাক না কেন, গ্য়ালারি মাতাতে সেখানে হাজির হন এই সুন্দরী। সোশ্য়াল মিডিয়ার বেশ পরিচিত এবং বলা ভালো চর্চিত মুখ তিনি।

3 / 8
আফগানিস্তানের পর ওয়াজমা কোন দলকে সমর্থন করেন জানেন? তাঁর দ্বিতীয় প্রিয় দল হল ভারত। এমন কি ভারতের জার্সি গায়েও তাঁকে গ্যালারিতে দেখা গিয়েছে।

আফগানিস্তানের পর ওয়াজমা কোন দলকে সমর্থন করেন জানেন? তাঁর দ্বিতীয় প্রিয় দল হল ভারত। এমন কি ভারতের জার্সি গায়েও তাঁকে গ্যালারিতে দেখা গিয়েছে।

4 / 8
শুধু তাই-ই নয়, আইপিএলে ওয়াজমার পছন্দের তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিংয়ের খেলা দেখতে সুদূর কাবুল থেকে কলকাতায় ছুটে আসেন আফগান সুন্দরী।

শুধু তাই-ই নয়, আইপিএলে ওয়াজমার পছন্দের তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিংয়ের খেলা দেখতে সুদূর কাবুল থেকে কলকাতায় ছুটে আসেন আফগান সুন্দরী।

5 / 8
ওয়াজমার বয়স ২৮ বছর। তিনি আফগানিস্তানের মেয়ে হলেও কর্মসৃত্রে থাকেন দুবাইয়ে। প্রথমে চাকরি করতেই দুবাই যান তিনি।

ওয়াজমার বয়স ২৮ বছর। তিনি আফগানিস্তানের মেয়ে হলেও কর্মসৃত্রে থাকেন দুবাইয়ে। প্রথমে চাকরি করতেই দুবাই যান তিনি।

6 / 8
কিন্তু কারও অধীনে নয়, স্বাধীনভাবে কিছু করতে চেয়েছিলেন তিনি। তাই চাকরি ছেড়ে নিজে একটি প্রসাধনী সংস্থা খোলেন। সেই সঙ্গে দুবাইতে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি।

কিন্তু কারও অধীনে নয়, স্বাধীনভাবে কিছু করতে চেয়েছিলেন তিনি। তাই চাকরি ছেড়ে নিজে একটি প্রসাধনী সংস্থা খোলেন। সেই সঙ্গে দুবাইতে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি।

7 / 8
এ ছাড়া সমাজকর্মী হিসেবেও কাজ করেন তিনি। দেশের নানা বৈষম্যমূলক কাজ কর্মের বিরুদ্ধে আওয়াজ তুলতে শোনা যায় তাঁকে।

এ ছাড়া সমাজকর্মী হিসেবেও কাজ করেন তিনি। দেশের নানা বৈষম্যমূলক কাজ কর্মের বিরুদ্ধে আওয়াজ তুলতে শোনা যায় তাঁকে।

8 / 8
ক্রিকেটের পাশাপাশি হিন্দি সিনেমার প্রতিও ভালোবাসা রয়েছে তাঁর। বলিউডে কাজ করতে চান তিনি। এ ছাড়া দেশ-বিদেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন ওয়াজমা।

ক্রিকেটের পাশাপাশি হিন্দি সিনেমার প্রতিও ভালোবাসা রয়েছে তাঁর। বলিউডে কাজ করতে চান তিনি। এ ছাড়া দেশ-বিদেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন ওয়াজমা।

Next Photo Gallery