এক সময় যে লাভ স্টোরি নিয়ে হত বিরাট চর্চা, তা আজ অন্যদিকে মোড় নিয়েছে। পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক এবং ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে নিয়ে কথা হচ্ছে।
প্রেম যে কোনও কাঁটাতারের বেড়া মানে না, তা দেখিয়েছিলেন সানিয়া-শোয়েব। দুই পড়শি দেশের রাজনৈতিক সম্পর্কে চাপানউতোর থাকলেও তাঁরা এক হয়েছিলেন।
২০১০ সালে হায়দরাবাদে শোয়েব মালিক এবং সানিয়া মির্জার ধুমধাম করে বিয়ে হয়েছিল। অবশ্য ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা কিন্তু শোয়েব মালিকের প্রথম স্ত্রী ছিলেন না।
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার আগে আয়েষা সিদ্দিকির সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের। শোনা গিয়েছিল, শোয়েবের সঙ্গে বিয়ের আগে সানিয়ারও বাগদান হয়ে গিয়েছিল ছোটবেলার বন্ধু সোহরাব মির্জার সঙ্গে।
অনেক ঝড়-ঝাপ্টা পেরিয়ে অবশেষে সানিয়া-শোয়েব একসঙ্গে পথচলা শুরু করেন। কিন্তু সেই সম্পর্কে হঠাৎই ফাটল! এখন সানিয়া মির্জা পাক ক্রিকেটার শোয়েব মালিকের অতীত!
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ এ বার শোয়েব মালিকের ঘরণী। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সানা জাভেদ।
৩০ বছরের সানা জাভেদের এটি প্রথম বিয়ে নয়। এর আগে তিনি পাকিস্তানি গায়ক উমর জসওয়ালকে বিয়ে করেছিলেন। সেই বিয়ে বেশিদিন টেকেনি।
পাক অভিনেত্রী সানা জাভেদের শিকড় হায়দরাবাদে। যেখানে আবার ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বাড়ি। আসলে দেশভাগের পর সানার পরিবার পাকিস্তানে চলে যায়।
১৯ জানুয়ারি শোয়েব মালিক এবং সানা জাভেদের নিকাহ সম্পন্ন হয়েছে। তাঁদের বিয়েতে দুই পরিবারের নিকট আত্মীয়রা এবং তাঁদের বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন।