Suyash Sharma: ডেবিউ ম্যাচেই লাইমলাইটে সূয়াশ, নাইটদের এই মিস্ট্রি স্পিনারকে চেনেন?
KKR, IPL 2023: হাউসফুল ইডেন লক্ষ্মীবার সন্ধায় দেখল মাথায় কালো ফেট্টি বাঁধা লম্বা চুলওয়ালা এক নাইট ক্রিকেটারের কীর্তি। ইডেনে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে ৮১ রানের ব্যবধানে জিতেছে কেকেআর। সেই ম্যাচে আরসিবির ইনিংস চলাকালীন নজর কেড়েছেন এক কেকেআরের ক্রিকেটার। ১৬তম আইপিএলে নাইটদের প্রথম হোম ম্যাচের আগেও এই ছেলেটাকে অনেকেই চিনত না। কথা হচ্ছে নাইটদের তরুণ তুর্কি সূয়াশ শর্মাকে নিয়ে।