Suyash Sharma: ডেবিউ ম্যাচেই লাইমলাইটে সূয়াশ, নাইটদের এই মিস্ট্রি স্পিনারকে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 07, 2023 | 12:58 PM

KKR, IPL 2023: হাউসফুল ইডেন লক্ষ্মীবার সন্ধায় দেখল মাথায় কালো ফেট্টি বাঁধা লম্বা চুলওয়ালা এক নাইট ক্রিকেটারের কীর্তি। ইডেনে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে ৮১ রানের ব্যবধানে জিতেছে কেকেআর। সেই ম্যাচে আরসিবির ইনিংস চলাকালীন নজর কেড়েছেন এক কেকেআরের ক্রিকেটার। ১৬তম আইপিএলে নাইটদের প্রথম হোম ম্যাচের আগেও এই ছেলেটাকে অনেকেই চিনত না। কথা হচ্ছে নাইটদের তরুণ তুর্কি সূয়াশ শর্মাকে নিয়ে।

1 / 8
ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচের আগেও এক নয়া নাইট যোদ্ধাকে চিনত না ক্রিকেট প্রেমীরা। হাউসফুল ইডেন লক্ষ্মীবার সন্ধায় দেখল মাথায় কালো ফেট্টি বাঁধা লম্বা চুলওয়ালা এক নাইট ক্রিকেটারের কীর্তি। কে তিনি? সূয়াশ শর্মা (Suyash Sharma)। (ছবি-আইপিএল)

ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচের আগেও এক নয়া নাইট যোদ্ধাকে চিনত না ক্রিকেট প্রেমীরা। হাউসফুল ইডেন লক্ষ্মীবার সন্ধায় দেখল মাথায় কালো ফেট্টি বাঁধা লম্বা চুলওয়ালা এক নাইট ক্রিকেটারের কীর্তি। কে তিনি? সূয়াশ শর্মা (Suyash Sharma)। (ছবি-আইপিএল)

2 / 8
দিল্লির সূয়াশ শর্মা আরসিবির বিরুদ্ধে নামের আগে এখনও অবধি একটিও প্রথম শ্রেণির ম্যাচ, লিস্ট এ বা কোনও টি-২০ ম্যাচে খেলেননি। সেই তাঁকেই নিলাম থেকে ২০ লক্ষ টাকায় এ বার কিনেছিল কেকেআর। (ছবি-আইপিএল)

দিল্লির সূয়াশ শর্মা আরসিবির বিরুদ্ধে নামের আগে এখনও অবধি একটিও প্রথম শ্রেণির ম্যাচ, লিস্ট এ বা কোনও টি-২০ ম্যাচে খেলেননি। সেই তাঁকেই নিলাম থেকে ২০ লক্ষ টাকায় এ বার কিনেছিল কেকেআর। (ছবি-আইপিএল)

3 / 8
১৬তম আইপিএলে নাইটদের দ্বিতীয় ম্যাচেই যে সূয়াশের শিকে ছিড়বে, তা হয়তো তিনি কল্পনাও করেননি। (ছবি-আইপিএল)

১৬তম আইপিএলে নাইটদের দ্বিতীয় ম্যাচেই যে সূয়াশের শিকে ছিড়বে, তা হয়তো তিনি কল্পনাও করেননি। (ছবি-আইপিএল)

4 / 8
একেই বলে রাতারাতি লাইমলাইটে চলে আসা। আরসিবির বিরুদ্ধে নাইটদের হোম ম্যাচের একাদশে ছিলেন না সূয়াশ। ছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে বোলিংয়ে নামেন তিনি। সত্যিকার অর্থেই ইমপ্যাক্ট ছেড়ে গেলেন সূয়াশ। (ছবি-আইপিএল)

একেই বলে রাতারাতি লাইমলাইটে চলে আসা। আরসিবির বিরুদ্ধে নাইটদের হোম ম্যাচের একাদশে ছিলেন না সূয়াশ। ছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে বোলিংয়ে নামেন তিনি। সত্যিকার অর্থেই ইমপ্যাক্ট ছেড়ে গেলেন সূয়াশ। (ছবি-আইপিএল)

5 / 8
আইপিএল ডেবিউতে তিন উইকেট নিয়ে চর্চায় নাইটদের তরুণ তুর্কি সূয়াশ শর্মা। (ছবি-আইপিএল)

আইপিএল ডেবিউতে তিন উইকেট নিয়ে চর্চায় নাইটদের তরুণ তুর্কি সূয়াশ শর্মা। (ছবি-আইপিএল)

6 / 8
বছর ১৯ এর সূয়াশ শর্মা লেগস্পিনার, কিন্তু তিনি পরিচিত মিস্ট্রি স্পিনার হিসেবেই। (ছবি-আইপিএল)

বছর ১৯ এর সূয়াশ শর্মা লেগস্পিনার, কিন্তু তিনি পরিচিত মিস্ট্রি স্পিনার হিসেবেই। (ছবি-আইপিএল)

7 / 8
আরসিবির বিরুদ্ধে আইপিএলে ডেবিউ ম্যাচ খেলতে নেমে ৪ ওভার বল করে ৩০ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন তিনি। (ছবি-আইপিএল)

আরসিবির বিরুদ্ধে আইপিএলে ডেবিউ ম্যাচ খেলতে নেমে ৪ ওভার বল করে ৩০ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন তিনি। (ছবি-আইপিএল)

8 / 8
ট্রায়াল ম্যাচে নজর কাড়তে পেরেছিলেন বলে কোচ চন্দ্রকান্ত পন্ডিত তাঁর উপর আস্থা রেখেছেন। সেই আস্থার মানও রেখেছেন সূয়াশ। এ বার দেখার ডেবিউ ম্যাচে খেলে রাতারাতি আলোচনার কেন্দ্রে আসা সূয়াশ নাইটদের পরের ম্যাচে একাদশে সুযোগ পান কিনা। (ছবি-আইপিএল)

ট্রায়াল ম্যাচে নজর কাড়তে পেরেছিলেন বলে কোচ চন্দ্রকান্ত পন্ডিত তাঁর উপর আস্থা রেখেছেন। সেই আস্থার মানও রেখেছেন সূয়াশ। এ বার দেখার ডেবিউ ম্যাচে খেলে রাতারাতি আলোচনার কেন্দ্রে আসা সূয়াশ নাইটদের পরের ম্যাচে একাদশে সুযোগ পান কিনা। (ছবি-আইপিএল)

Next Photo Gallery