Shubman Gill: কেন ৭৭ নম্বর জার্সি পরেন গিল? জানুন নেপথ্যের অবাক করা কাহিনি

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 14, 2023 | 8:00 AM

Latest Updates of Shubman Gill: এই সাক্ষাৎকারেই নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানিয়েছেন গিল। তরুণ ওপেনারের অনুপ্রেরণা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তাঁকেই আদর্শ হিসেবে মানেন তিনি। তবে বিরাট কোহলিও তাঁর অন্যতম প্রিয় তারকা, এও শোনা যায় গিলের মুখে। বিরাটকে দেখে অনেককিছু শেখার চেষ্টা করেন তিনি, জানিয়েছেন সে কথাও।

1 / 8
ক্রিকেট তাঁকে আগেই প্রিন্সের তকমা দিয়েছে। দেশের জার্সিতে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ক্রিকেট তাঁকে আগেই প্রিন্সের তকমা দিয়েছে। দেশের জার্সিতে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

2 / 8
বিগত কিছু বছর ধরে দেশের জার্সিতে ফুল ফোটাচ্ছেন শুভমন। তেইশের বিশ্বকাপে ওডিআইতে অভিষেক হয়েছে গিলের। (ছবি:সোশ্যাল মিডিয়া)

বিগত কিছু বছর ধরে দেশের জার্সিতে ফুল ফোটাচ্ছেন শুভমন। তেইশের বিশ্বকাপে ওডিআইতে অভিষেক হয়েছে গিলের। (ছবি:সোশ্যাল মিডিয়া)

3 / 8
ডেঙ্গির কারণে প্রথম দুই ম্যাচ মিস করলেও ফিরে দলকে ভরসা জোগানোর চেষ্টা চালিয়ে যান। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় দল। দলের সঙ্গে সেখানে রয়েছেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া

ডেঙ্গির কারণে প্রথম দুই ম্যাচ মিস করলেও ফিরে দলকে ভরসা জোগানোর চেষ্টা চালিয়ে যান। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় দল। দলের সঙ্গে সেখানে রয়েছেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া

4 / 8
 গিলের ব্যাপারে ভক্তদের কৌতুহল কম নয়। তবে জানেন কি কেন অনূর্ধ্ব ১৯ খেলার সময় থেকেই ৭৭ নম্বর জার্সি পরেন শুভমন? (ছবি:সোশ্যাল মিডিয়া)

গিলের ব্যাপারে ভক্তদের কৌতুহল কম নয়। তবে জানেন কি কেন অনূর্ধ্ব ১৯ খেলার সময় থেকেই ৭৭ নম্বর জার্সি পরেন শুভমন? (ছবি:সোশ্যাল মিডিয়া)

5 / 8
 এই জার্সির নেপথ্যের কারণ  নিজের মুখেই খোলসা করেন গিল। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, তাঁর লাকি নম্বর ৭। সেই ৭ নম্বর জার্সিই প্রথমে চেয়েছিলেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

এই জার্সির নেপথ্যের কারণ নিজের মুখেই খোলসা করেন গিল। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, তাঁর লাকি নম্বর ৭। সেই ৭ নম্বর জার্সিই প্রথমে চেয়েছিলেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

6 / 8
 তবে মহেন্দ্র সিং ধোনির দখলে ছিল ৭ নম্বর জার্সি। তাই অগত্যা ৭ এর পাশে আরও একটা ৭  বসিয়ে ৭৭ নম্বর জার্সিকেই বেছে নেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

তবে মহেন্দ্র সিং ধোনির দখলে ছিল ৭ নম্বর জার্সি। তাই অগত্যা ৭ এর পাশে আরও একটা ৭ বসিয়ে ৭৭ নম্বর জার্সিকেই বেছে নেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

7 / 8
এই সাক্ষাৎকারেই  নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানিয়েছেন গিল। তরুণ ওপেনারের অনুপ্রেরণা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তাঁকেই আদর্শ হিসেবে মানেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

এই সাক্ষাৎকারেই নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানিয়েছেন গিল। তরুণ ওপেনারের অনুপ্রেরণা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তাঁকেই আদর্শ হিসেবে মানেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

8 / 8
তবে বিরাট কোহলিও তাঁর অন্যতম প্রিয় তারকা, এও শোনা যায় গিলের মুখে। বিরাটকে দেখে অনেককিছু শেখার চেষ্টা করেন তিনি, জানিয়েছেন সে কথাও।(ছবি:সোশ্যাল মিডিয়া)

তবে বিরাট কোহলিও তাঁর অন্যতম প্রিয় তারকা, এও শোনা যায় গিলের মুখে। বিরাটকে দেখে অনেককিছু শেখার চেষ্টা করেন তিনি, জানিয়েছেন সে কথাও।(ছবি:সোশ্যাল মিডিয়া)

Next Photo Gallery
Rohit Sharma: ৮ বছরের পার্টনারশিপ, বিবাহবার্ষিকীতে ঋতিকাকে ভালোবাসায় ভরালেন রোহিত
Sara Tendulkar: শুধু রূপে নয়, গুণেও লক্ষ্মী সচিনকন্যা; কী ব্যবসা চালান সারা, জানেন?