
উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণের চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এক ঝলকে দেখে নিন এ বারের ডব্লিউপিএলে কোন তারকা পেলেন কী পুরস্কার। (ছবি- উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের অরেঞ্জ ক্যাপ (টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার পান) পেয়েছেন আরসিবির এলিস পেরি। তিনি ৯টি ইনিংসে ৩৪৭ রান করেছেন। (ছবি- উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

আরসিবি শিবিরে ট্রফি, অরেঞ্জ ক্যাপের পাশাপাশি পার্পল ক্যাপও (টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার পান) এসেছে। শ্রেয়াঙ্কা পাটিল এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবির হয়ে ৮টি ইনিংসে ১৩টি উইকেট নিয়েছেন। (ছবি- উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

শ্রেয়াঙ্কা পাটিল পার্পল ক্যাপের পাশাপাশি এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের এমার্জিং প্লেয়ার অব দ্য সিজনের পুরস্কারও পেয়েছেন। (ছবি- উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

আরসিবির স্পিনার সোফি মলিনিউ এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন। (ছবি- উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরসুমে মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ারের পুরস্কার পেয়েছেন ইউপি ওয়ারিয়র্সের দীপ্তি শর্মা। তিনি এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগে ২৯৫ রান করেছেন এবং ১০টি উইকেট নিয়েছেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

ডব্লিউপিএল ২০২৪ এর সুপার স্টাইকার অব দ্য সিজনের পুরস্কার পেয়েছেন জর্জিয়া ওয়েরহ্যাম। তিনি ১৬৩.২৩ স্ট্রাইকরেটে ১১১ রান করেছেন। (ছবি- উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের রাধা যাদব। তিনি ৯টি ইনিংসে মোট ১০টি ক্যাচ নিয়েছেন। (ছবি- উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে সবচেয়ে বেশি ছয় মেরেছেন দিল্লি ক্যাপিটালসের তরুণ ক্রিকেটার শেফালি ভার্মা। তিনি ডব্লিউপিএলে মোট ৯টি ইনিংসে ২০টি ছয় মেরেছেন। (ছবি- উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)