WPL 2024 Award Winner list: WPL ট্রফির পাশাপাশি ঝুলিভর্তি পুরস্কার নিয়ে গেল RCB, রইল তালিকা
WPL 2024: আরসিবি শিবিরে খুশির হাওয়া বইছে। দিল্লি ক্যাপিটালসকে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে হারিয়েছে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি একঝাঁক পুরস্কার পেয়েছেন আরসিবির ক্রিকেটাররা। এক ঝলকে ছবিতে দেখে নিন এ বারের ডব্লিউপিএলে কোন ক্রিকেটার পেলেন কী কী পুরস্কার।