চলতি বছরে ভারতের জার্সিতে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে ডেবিউ হয়েছে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। ক্যারিবিয়ান সফরে টেস্ট অভিষেকে ১৭১ রানের একটা নজরকাড়া ইনিংস উপহার দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল।
যশস্বীকে নিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা দিন দিন বেড়েছে। টিম ইন্ডিয়ার সমর্থকরা ভেবেছিলেন, প্রোটিয়াদের দুর্গে হয়তো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেমন ইনিংস দেখিয়েছিলেন যশস্বী, তেমনই খেলবেন। কিন্তু তেমনটা হয়নি।
আজ, ২৮ ডিসেম্বর। ২২এ পা দিলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তাঁর কাছে সুযোগ ছিল একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জন্মদিনটা স্মরণীয় করে রাখার। কিন্তু তিনি পারলেন না।
দক্ষিণ আফ্রিকার মাটিতে কাগিসো রাবাডা, মার্কো জ্যানসেনদের সামলানো যেখানে হিমশিম খান বিরাট কোহলি-রোহিত শর্মারা সেখানে ২২এর যশস্বীর হাত যে এখনও সেট হয়নি তা বেশ বোঝা গেল। দক্ষিণ আফ্রিকায় যে পেস, বাউন্স আছে তা ওয়েস্ট ইন্ডিজে নেই। তাই ডেবিউ টেস্টে ১৭১ রানের একটা অনবদ্য ইনিংস উপহার দিতে পেরেছিলেন। আর সেই কারণেই দক্ষিণ আফ্রিকায় প্রথম বলেই আউটও হতে পারতেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্টে রোহিত শর্মার সঙ্গে ওপেন করার সুযোগ পান যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে মাত্র ১৭ রান করে আউট হয়েছিলেন যশস্বী। আর দ্বিতীয় ইনিংসে তাঁর অবস্থা হয় আরও খারাপ।
এমনটা হয়তো যশস্বী জয়সওয়াল নিজেও কল্পনাও করেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ রানে আউট হন ভারতীয় ওপেনার যশস্বী।
প্রথম ইনিংসে বড় রান তিনি পাননি ঠিকই, কিন্তু দ্বিতীয় ইনিংসে দলকে যদি এগিয়ে নিয়ে যেতে পারতেন, তা হলে ড্রেসিংরুমে তাঁর বার্থ ডে সেলিব্রেশনটা ভালো হত। সেটাও হল না।
যশস্বী জয়সওয়ালের উইকেট ভারতের দুই ইনিংসেই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ডেবিউ ম্যাচ খেলতে নামা নান্দ্রে বার্গার।