চৌষট্টি খোপের জগৎ ছেড়ে বাইশ গজে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু এখনও তিনি স্বীকার করেন দাবাই তাঁর প্রথম ভালোবাসা। কথা হচ্ছে ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) নিয়ে।
ভারতের হয়ে অতীতে যুজবেন্দ্র চাহাল দাবা প্রতিযোগিতায় খেলেছেন। শুধু তাই নয়, অনূর্ধ্ব-১২ বিভাগের চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি।
পরবর্তীতে তিনি দাবা ছাড়তে বাধ্য হন। কারণ দাবায় চাহাল স্পনসর পাচ্ছিলেন না।
যতই ২২ গজে চলে আসুন না কেন, এখনও দাবা টানে চাহালকে। শুধু তাই নয় আন্তর্জাতিক দাবা ফেডারেশনের তালিকায় এখনও রয়েছে চাহালের নাম।
সদ্য গ্লোবাল দাবা লিগের (Global Chess League ) একটি দলের অ্যাম্বাসাডার হয়েছেন চাহাল। এই দলটি আসলে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের। গ্লোবাল চেস লিগে ওই দলটির নাম SG Alpine Warriors। সেখানেই চাহালের দেখা হয়েছে গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দের।
নিজের সোশ্যাল মিডিয়া যুজবেন্দ্র চাহাল গ্লোবাল দাবা লিগের সঙ্গে যুক্ত হওয়ার খবর জানিয়েছেন। এবং প্রজ্ঞানন্দ, গুকেশদের এই লিগের জন্য শুভেচ্ছা জানিয়েছেন চাহাল।
গ্লোবাল দাবা লিগের মঞ্চে যুজবেন্দ্র চাহাল বলেন, 'এখনও আমি ক্রিকেট ম্যাচ খেলতে যাওয়ার আগে চেজ.কম এ আমি কিছুক্ষণ সময় কাটাই। তাতে মনটা শান্ত হয়।'
আইপিএলের পর আর ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ক্রিকেট থেকে ছুটি পেয়েছেন চাহাল। আর তাতে তিনি সুযোগ পেয়ে গিয়েছেন নিজের প্রথম প্রেমের কাছে যাওয়ার। এমন সুযোগ হাতছাড়া করেননি যুজি।