Yuzvendra Chahal: বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনের সঙ্গে জুটি বাঁধলেন যুজবেন্দ্র চাহাল
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jun 26, 2023 | 7:30 AM
Chess: ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) প্রথম ভালোবাসা ছিল দাবা। দেশের হয়ে দাবাতে প্রতিনিধিত্বও করেছেন তিনি। পরবর্তীতে ক্রিকেট তাঁকে আরও খ্যাতি দিয়েছে। এ বার বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) সঙ্গে জুটি বাঁধলেন চাহাল। জানেন কীভাবে?
1 / 8
চৌষট্টি খোপের জগৎ ছেড়ে বাইশ গজে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু এখনও তিনি স্বীকার করেন দাবাই তাঁর প্রথম ভালোবাসা। কথা হচ্ছে ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) নিয়ে।
2 / 8
ভারতের হয়ে অতীতে যুজবেন্দ্র চাহাল দাবা প্রতিযোগিতায় খেলেছেন। শুধু তাই নয়, অনূর্ধ্ব-১২ বিভাগের চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি।
3 / 8
পরবর্তীতে তিনি দাবা ছাড়তে বাধ্য হন। কারণ দাবায় চাহাল স্পনসর পাচ্ছিলেন না।
4 / 8
যতই ২২ গজে চলে আসুন না কেন, এখনও দাবা টানে চাহালকে। শুধু তাই নয় আন্তর্জাতিক দাবা ফেডারেশনের তালিকায় এখনও রয়েছে চাহালের নাম।
5 / 8
সদ্য গ্লোবাল দাবা লিগের (Global Chess League ) একটি দলের অ্যাম্বাসাডার হয়েছেন চাহাল। এই দলটি আসলে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের। গ্লোবাল চেস লিগে ওই দলটির নাম SG Alpine Warriors। সেখানেই চাহালের দেখা হয়েছে গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দের।
6 / 8
নিজের সোশ্যাল মিডিয়া যুজবেন্দ্র চাহাল গ্লোবাল দাবা লিগের সঙ্গে যুক্ত হওয়ার খবর জানিয়েছেন। এবং প্রজ্ঞানন্দ, গুকেশদের এই লিগের জন্য শুভেচ্ছা জানিয়েছেন চাহাল।
7 / 8
গ্লোবাল দাবা লিগের মঞ্চে যুজবেন্দ্র চাহাল বলেন, 'এখনও আমি ক্রিকেট ম্যাচ খেলতে যাওয়ার আগে চেজ.কম এ আমি কিছুক্ষণ সময় কাটাই। তাতে মনটা শান্ত হয়।'
8 / 8
আইপিএলের পর আর ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ক্রিকেট থেকে ছুটি পেয়েছেন চাহাল। আর তাতে তিনি সুযোগ পেয়ে গিয়েছেন নিজের প্রথম প্রেমের কাছে যাওয়ার। এমন সুযোগ হাতছাড়া করেননি যুজি।