আইপিএল (IPL) চলাকালীন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যেমন বিশেষ আলোচনায় থাকেন, তেমনই তাঁর একমাত্র কন্যা জিভা সিং ধোনিকে (Ziva Singh Dhoni) নিয়েও বেশ আলোচনা হয়ে থাকে। (ছবি-আইপিএল টুইটার ভিডিয়ো স্ক্রিনশট)
এ বারের আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৭ এপ্রিলের ম্যাচে প্রথম বার গ্যালারিতে দেখা গিয়েছিল ধোনির স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে। (ছবি-সিএসকে টুইটার)
ছোট্ট জিভাকে বাবা ধোনি এবং তাঁর দল চেন্নাই সুপার কিংসকে সমর্থন করার জন্য একাধিক ম্যাচে গ্যালারিতে গলা ফাটাতে দেখা গিয়েছে। (ছবি-টুইটার)
২০১৫ সালে জিভার জন্ম। দেখতে দেখতে আটে পড়েছে ধোনিকন্যা। সোশ্যাল মিডিয়ায় জিভার বর্তমান ছবি দেখে নেটিজ়েনরা বলা শুরু করেছেন, 'খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল জিভা।' (ছবি-আইপিএল টুইটার ভিডিয়ো স্ক্রিনশট)
আজ, বুধবার চিপকে রয়েছে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের আইপিএল ম্যাচ। এই ম্যাচের আগে চিপকে সিএসকের অনুশীলনের সময় দেখা গেল মাহিকন্য জিভাকে।(ছবি-সিএসকে টুইটার)
আসলে আইপিএলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে সিএসকের ক্রিকেটারদের সন্তানদের দেখা গিয়েছে ট্রেনিং ক্যাম্প দখল করতে। সেখানে ছোট্ট জিভাকে দেখা গিয়েছে ফুটবল খেলতে। (ছবি-আইপিএল টুইটার ভিডিয়ো স্ক্রিনশট)
চিপকের ট্রেনিং গ্রাউন্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিভাকে ফুটবল খেলতে দেখেছেন ধোনি। আইপিএলের শেয়ার করা ভিডিয়োতে সেই দৃশ্যও দেখা গিয়েছে। (ছবি-আইপিএল টুইটার ভিডিয়ো স্ক্রিনশট)
চিপকে ধোনিকন্যা জিভা ধূসর রঙের টি-শার্ট এবং কালো শর্টস পরে বেশ মজা করে ফুটবল খেলেছে। মাহিকন্যার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (ছবি-আইপিএল টুইটার ভিডিয়ো স্ক্রিনশট)