Bangla NewsPhoto gallerySports photos Ziva Singh Dhoni appeared in IPL 2023 playing football seen on the field with father MS Dhoni see how much Ziva's look has changed
MS Dhoni-Ziva : IPL চলাকালীন ফুটবলে মজে জিভা, দেখুন মাহিকন্যা কতটা বড় হল!
CSK, IPL 2023: ছোট্ট জিভা দেখতে দেখতে কত্ত বড় হয়ে গেল! আজ, বুধবার চিপকে রয়েছে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের আইপিএল ম্যাচ। এই ম্যাচের আগে চিপকে অনুশীলনে দেখা গেল মাহিকন্য জিভাকে। ছোট্ট জিভাকে (Ziva Singh Dhoni) দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলতে দেখতেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আইপিএলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে সিএসকের ক্রিকেটারদের সন্তানদের দেখা গিয়েছে ট্রেনিং ক্যাম্প দখল করতে।