TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Aug 18, 2021 | 12:47 PM
শ্রীময়ী চট্টরাজ। বাংলা টেলিভিশনের অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। আপাতত তিনি ট্রাভেল মুডে।
লেহ-লাদাখে বেড়াতে গিয়েছেন শ্রীময়ী। ফেসবুকে একাধিক ছবি শেয়ার করেছেন। তাঁর ফেসবুক স্টোরিতেও লাদাখের রাস্তায় বেড়ানোর ছবি।
চলতি বছরের ১৫ অগস্ট লাদাখেও ছিলেন শ্রীময়ী। সেখানেই স্বাধীনতা দিবস পালন করতে দেখা গেল তাঁকে।
তবে শ্রীময়ীর সঙ্গী কে, তা নিয়ে কোনও ইঙ্গিত দেননি। বিমানবন্দর হোক বা লাদাখের রাস্তা, সব জায়গাতেই নিজের একার ছবি শেয়ার করেছেন তিনি।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’। আর কার্টেসি দিয়েছেন, ‘মাই সুইটহার্ট’। কিন্তু শ্রীময়ীর ‘সুইটহার্ট’ কে, তা খোলসা করেননি।
কিছুদিন আগেই অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ীর সম্পর্কের জল্পনা উঠে আসে শিরোনামে। কাঞ্চন এবং শ্রীময়ীর বিরুদ্ধে অভিযোগ করেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। পাল্টা অভিযোগ করেন কাঞ্চনও। যদিও তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যেই অস্বীকার করেন কাঞ্চন এবং শ্রীময়ী।
শ্রীময়ীর সঙ্গে লাদাখ সফরে কাঞ্চন রয়েছেন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে নানা মহলে।