TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 27, 2022 | 2:20 PM
তারকা সন্তানদের লঞ্চ করা নিয়ে অনেক পরিচালক-প্রযোজককে কটূ কথা শুনতে হয়েছে। প্রচলিত ধারণা, কম পরিশ্রমে তাড়াতাড়ি কাজের সুযোগ পান স্টার কিডরা। যে কারণে বলি অন্দরে নেপোটিজ়ম কথার প্রচলন আছে। সেই স্টার কিডদেরই কেউ-কেউ আজ অনেক নাম করেছেন। কিন্তু তাঁদের অনেকেরই প্রথম অভিনীত ছবি খারাপ ফল দিয়েছিল তাঁদেরই অভিনয়ের কারণে। কারও কারও অভিনয়ের সুযোগও ছিল না।
অনন্যা পাণ্ডে- বহু স্টারের সঙ্গে ইতিমধ্যেই নাম জড়িয়েছে অনন্যা পাণ্ডের। তালিকায় নাম ছিল কার্তিক আরিয়ানেরও। পতি পত্নী অউর ও ছবির সেটে তাঁরা ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।
অনন্যাকে কটাক্ষ শুনতে হচ্ছে। তিনি অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা। 'লাইগার'-এ তাঁর পারফরম্যান্স দেখে দর্শক বলেছেন, অনন্যা নায়িকা হওয়ার যোগ্য নন। তাঁকে কেন কেউ কাস্ট করেন, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। কিন্তু কেবল অনন্যা নন, তাঁর মতো আরও অনেক স্টার কিড আছেন, যাঁদের প্রথম ছবিতে অভিনয় দর্শকের ভাল লাগেনি।
তালিকায় আছে জাহ্নবী কাপুরের নাম। জাহ্নবীর প্রথম ছবি 'ধড়ক'। শ্রীদেবী ও বনি কাপুরের কন্যার এমন অভিনয় ভাল লাগেনি দর্শকের। পরবর্তীতে অবশ্য গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছিলেন জাহ্নবী।
হৃত্বিকের পর ডান্স কিংবা অ্যাকশনে সকলের নজর কেড়েছেন টাইগার শ্রফ। বর্তমানে বলিউডের অন্যতম অ্যাকশন হিরো। যাঁর প্রতিটা ছবিতেই অ্যাকশনে থাকে বিশেষত্ব। তবে সব ক্ষেত্রে কী একই মন্ত্র কাজ করে!
স্টার কিডদের দিকে ধেয়ে আসা সমস্ত আক্রমণকে যিনি একাই পরাজিত করেছেন, তিনি আলিয়া ভাট। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ আলিয়ার অভিনয় দেখে কেউ আন্দাজই করতে পারেননি পরবর্তীকালে তিনি 'হাইওয়ে', 'উড়তা পাঞ্জাব', 'রাজ়ি'... এমনকী 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র মতো চরিত্র এত সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। এই মুহূর্তে হলিউডেও হাতেখড়ি হয়ে গিয়েছে মহেশ ভাট ও সোনি রাজদানের কন্যার। রণবীর কাপুরকে বিয়ে করেছেন। অন্তঃসত্ত্বা আলিয়া স্বাগত জানাতে চলেছেন তাঁর প্রথম সন্তানকে।