Bangla News Photo gallery Study Shows People Who Consume Cannabis Experience Higher Pain Post Surgery but Cannabis tea has health benefits
Cannabis: গাঁজা চায়ে কমে ব্যথা-যন্ত্রণা, কিন্তু নিয়মিত গাঁজা সেবনে কী হতে পারে জানেন?
TV9 Bangla Digital | Edited By: megha
Oct 25, 2022 | 4:39 PM
Health Tips: বিশেষজ্ঞদের মতে, গাঁজা পাতার মধ্যে মিনারেল, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যে কারণে ক্যানাবিস টি বা গাঁজা চা বেশ জনপ্রিয়। কিন্তু নেশার আকারে গাঁজা সেবন করলে মারাত্মক ক্ষতি হতে পারে বলে দাবি জানাচ্ছে নতুন গবেষণা।
1 / 6
নিষিদ্ধ হলেও ভারতের বেশ কিছু অঞ্চলে গাঁজা চাষ হয়। বহু গবেষণায় দেখা গিয়েছে, গাঁজা মধ্যে বেশ ওষুধি উপাদান রয়েছে যা মানবদেহের কাছে লাগে। কিন্তু নেশার আকারে গাঁজা সেবন করলে হিতে বিপরীত হতে পারে। তবে গাঁজা পাতা দিয়ে তৈরি চা সেবনে উপকার মিলতে পারে।
2 / 6
বিশেষজ্ঞদের মতে, গাঁজা পাতার মধ্যে মিনারেল, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যে কারণে ক্যানাবিস টি বা গাঁজা চা বেশ জনপ্রিয়। কিন্তু নেশার আকারে গাঁজা সেবন করলে মারাত্মক ক্ষতি হতে পারে বলে দাবি জানাচ্ছে নতুন গবেষণা।
3 / 6
আমেরিকায় গাঁজা দীর্ঘস্থায়ী ব্যথার ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু সাম্প্রতিকতম একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে যাঁরা নিয়মিত গাঁজা খান, যে কোনও অস্ত্রোপচারের পরে শারীরিক ব্যথা সহজে পিছু ছাড়ে না। একই সমস্যা দেখা দিতে পারে নিয়মিত ধূমপানেও।
4 / 6
সম্প্রতি আমেরিকার একটি হাসপাতালে প্রায় ৩৪,০০০ রোগীর উপর এই সমীক্ষা চালানো হয়। যে ১৬৭৯ জন রোগী নিয়মিত গাঁজা সেবন করতেন, তাঁরা প্রত্যেকেই অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পরও অসহনীয় যন্ত্রণায় ভুগেছেন।
5 / 6
আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তথ্য অনুসারে, অতিরিক্ত পরিমাণে মাদক সেবনের কারণে আমেরিকায় গত বছর প্রায় এক লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সুতরাং, নিয়মিত আকারে গাঁজা সেবন কখনওই ভাল অভ্যাস নয়।
6 / 6
এর বদলে আপনি মাঝে-মধ্যে গাঁজা পাতার চা পান করতে পারেন। গাঁজাতে ক্যানাবিনয়েডস নামের যৌগ ব্যথা-যন্ত্রণা থেকে মুক্তি দিতে সাহায্য করে। পাশাপাশি মানসিক চাপ করায় এবং মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখে। কিন্তু নিয়মিত ভাবে গাঁজা সেবন করা কখনওই চলবে না।