
আজ ২২ নভেম্বর, বৃহস্পতিবার সুহানা খানের (Suhana Khan) জন্মদিন। দেখতে দেখতে জীবনের ২৪টা বসন্ত কাটিয়ে ফেলেছেন শাহরুখ খানের (Shah Rukh Khan) মেয়ে।

সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভাসছেন কিং খানের প্রিন্সেস সুহানা। এমন দিনে এক ঝলকে জেনে নিন কতদূর পড়াশুনা করেছেন সুহানা খান।

বলিউডের বাদশা শাহরুখ খানের ছেলেমেয়ে থেকে শুরু করে হিন্দি ফিল্মি দুনিয়ার অধিকাংশ তারকার সন্তানেরা পড়াশুনা করেছেন মুম্বইয়ে বান্দ্রা এলাকায় অবস্থিত মুকেশ অম্বানির স্কুলে।

শাহরুখ খানের মেয়ে সুহানা খানও রয়েছেন সেই তালিকায়। মুম্বইয়ের ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশুনা করেছেন সুহানা খান।

ইংল্যান্ডের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক স্তরের পড়়াশুনা করেন সুহানা খান। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অভিনয় ও নাটকের একটি কোর্সও করেছেন তিনি।

বিদেশে পড়াশুনা শেষ করে গ্র্যাজুয়েট হওয়ার পর ২০২২ সালে সুহানা খানকে দেখা গিয়েছিল ‘দ্য আর্চিস’ নামক এক সিনেমাতে। ২০২৬ সালে ‘কিং’ সিনেমাতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘কিং’ নামের সিনেমাটি তৈরি করছেন। সেখানে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন সুহানা খানও। পাশাপাশি দেখা যাবে অভয় ভার্মাকেও।

ইতিমধ্যেই ‘কিং’ সিনেমাটির জন্য শুটিং শুরু করে দিয়েছেন সুহানা খান। এর আগে সুহানার অভিনয় ওটিটি প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর হাত ধরে। এ বার বড় পর্দায় সুহানাকে দেখার পালা।