TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Oct 25, 2022 | 8:30 AM
এবারের দীপাবলি একেবারে ঘরোয়াভাবে কাটালেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী। বেঙ্গালুরুর বাড়িতে স্ত্রী সোনমের সঙ্গে আলোর উৎসব পালন করেন। (ছবি:ইনস্টাগ্রাম)
এদিন সুনীলের সারা বাড়ি সেজে উঠেছিল আলোয়। স্ত্রী সোনমকে প্রদীপ জ্বালাতে সাহায্য করলেন।(ছবি:ইনস্টাগ্রাম)
এরপর দু'জনেই নিষ্ঠাভরে দীপাবলির পুজো সেরে নেন। সুনীল ও সোনম, দু'জনের দীপাবলি স্পেশাল পোশাকের রঙে ছিল নীলের ছোঁয়া। (ছবি:ইনস্টাগ্রাম)
অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ফুটবল তারকা লিখলেন, "আমাদের তরফে আপনাদের সবাইকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। আলো হল সব প্রশ্নের উত্তর।" (ছবি:ইনস্টাগ্রাম)
বাড়ির দীপাবলির পুজো সেরে বেঙ্গালুরু এফসি-র দিওয়ালি পার্টিতে উপস্থিত হন সস্ত্রীক সুনীল। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে বন্ধু বিরাট কোহলির অবিশ্বাস্য ইনিংস নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাঁকে। (ছবি:ইনস্টাগ্রাম)