Shocking Facts: রাতভর বিছানায় সানিকে চেপে ধরে রাখল কে, শরীরে শক্তি ফিরতেই চিৎকার করে ওঠেন সানি

Sunny Leone: মধ্যরাতে হঠাৎই তিনি অনুভব করেন তাঁর শরীরে কোনও শক্তি নেই। তিনি হাজার চেষ্টা করেও বিছানা থেকে উঠতে পারছেন না।

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 25, 2022 | 8:02 PM

1 / 6
সানি লিওন বলে কথা, প্রতিটা পদে পদে যে সেলেবস্টারকে চোখে হারায় ভক্তরা, তাঁর জীবনের না বলা গল্পই একাধিকবার ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়।

সানি লিওন বলে কথা, প্রতিটা পদে পদে যে সেলেবস্টারকে চোখে হারায় ভক্তরা, তাঁর জীবনের না বলা গল্পই একাধিকবার ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়।

2 / 6
সানি বরাবরই খোলামেলা খথা বলতে বেশি পছন্দ করেন। মাঝে মধ্যেই নিজের জীবনের গোপন কাহিনি ভক্তদের কাছে তুলে ধরতে দেখা যায় তাঁকে। একবার তেমনই এক ভয়ানক পরিস্থিতির কথা জানিয়ে ছিলেন সেলেব।

সানি বরাবরই খোলামেলা খথা বলতে বেশি পছন্দ করেন। মাঝে মধ্যেই নিজের জীবনের গোপন কাহিনি ভক্তদের কাছে তুলে ধরতে দেখা যায় তাঁকে। একবার তেমনই এক ভয়ানক পরিস্থিতির কথা জানিয়ে ছিলেন সেলেব।

3 / 6
স্পিলসভিলার শুটিং-এ তখন সানি রাজস্থানে। মধ্যরাতে হঠাৎই তিনি অনুভব করেন তাঁর শরীরে কোনও শক্তি নেই। তিনি হাজার চেষ্টা করেও বিছানা থেকে উঠতে পারছেন না।

স্পিলসভিলার শুটিং-এ তখন সানি রাজস্থানে। মধ্যরাতে হঠাৎই তিনি অনুভব করেন তাঁর শরীরে কোনও শক্তি নেই। তিনি হাজার চেষ্টা করেও বিছানা থেকে উঠতে পারছেন না।

4 / 6
মুহূর্তে তিনি বুঝতে পারেন তাঁকে কেউ চেপে ধরে রেখেছে বিছানায়। যতই তিনি চেষ্টা করছেন উঠতে, ততই তিনি ব্যর্থ হচ্ছেন। না, একবার নয়, বার বার এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি সেদিন রাতে।

মুহূর্তে তিনি বুঝতে পারেন তাঁকে কেউ চেপে ধরে রেখেছে বিছানায়। যতই তিনি চেষ্টা করছেন উঠতে, ততই তিনি ব্যর্থ হচ্ছেন। না, একবার নয়, বার বার এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি সেদিন রাতে।

5 / 6
খানিক পরেই সানি বুঝতে পারেন তাঁর সঙ্গে অদ্ভুত কিছু ঘটছে, ঘরে কেউ নেই, কিন্তু কারুর উপস্থিতি তিনি অনুভব করতে পারছিলেন। প্রথমটায় মনে হয়েছিল মনের ভুল।

খানিক পরেই সানি বুঝতে পারেন তাঁর সঙ্গে অদ্ভুত কিছু ঘটছে, ঘরে কেউ নেই, কিন্তু কারুর উপস্থিতি তিনি অনুভব করতে পারছিলেন। প্রথমটায় মনে হয়েছিল মনের ভুল।

6 / 6
কিন্তু কিছুক্ষণ পরই তিনি বুঝতে পেরেছিলেন, সবটাই অস্বাভাবিক, ভুতের ভয়ে সেদিন তিনি কাঁপছিলেন। শেষে চিৎকার করে উঠেছিলেন, বলেছিলেন 'আমায় একা থাকতে দাও'।

কিন্তু কিছুক্ষণ পরই তিনি বুঝতে পেরেছিলেন, সবটাই অস্বাভাবিক, ভুতের ভয়ে সেদিন তিনি কাঁপছিলেন। শেষে চিৎকার করে উঠেছিলেন, বলেছিলেন 'আমায় একা থাকতে দাও'।