Rishabh Pant: দাদারা মনোবল বাড়ালেন ভাইয়ের, পন্থের বাড়িতে হাজির ভারতীয় ক্রিকেটের তিন মূর্তি
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 26, 2023 | 4:09 PM
বাইশের শেষে ভয়াবহ পথ দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। এখন চলছে তাঁর স্বাভাবিক জীবনে ফেরার পালা। ঋষভের মনোবল বাড়াতে এ বার তাঁর বাড়িতে উপস্থিত হলেন ভারতের তিন প্রাক্তন ক্রিকেটার।
1 / 7
দিন কয়েক আগে ক্যান্সারজয়ী ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিং পৌঁছে গিয়েছিলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) বাড়িতে। তাঁর সঙ্গে দেখা করে মনোবল বাড়ান যুবি। (ছবি-যুবরাজ সিং ইন্সটাগ্রাম)
2 / 7
এ বার ছোট ভাইকে সুস্থ হওয়ার জন্য শুভকামনা জানাতে এবং মনোবল বাড়াতে তাঁর বাড়িতে হাজির হয়েছেন ভারতীয় ক্রিকেটের তিন মূর্তি। (ছবি-ঋষভ পন্থ ইন্সটাগ্রাম)
3 / 7
সম্প্রতি ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নার বাড়িতে মাতা কি চৌকি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। (ছবি-সুরেশ রায়না ইন্সটাগ্রাম)
4 / 7
সুরেশ রায়নার বাড়িতে মাতা কি চৌকি অনুষ্ঠানের জন্য একসঙ্গে জড়ো হয়েছিলেন হরভজন সিং, শ্রীসন্থরা। সেখান থেকেই রায়না, ভাজ্জি ও শ্রীসন্থরা গিয়েছিলেন পন্থের বাড়িতে। (ছবি-সুরেশ রায়না ইন্সটাগ্রাম)
5 / 7
এ বার ছোট ভাইকে সুস্থ হওয়ার জন্য শুভকামনা জানাতে এবং মনোবল বাড়াতে তাঁর বাড়িতে হাজির হয়েছেন ভারতীয় ক্রিকেটের তিন মূর্তি। (ছবি-সুরেশ রায়না ইন্সটাগ্রাম)
6 / 7
সোশ্যাল মিডিয়ায় পন্থের সঙ্গে সাক্ষাতের ছবি তুলে ধরেছেন সুরেশ রায়না ও হরভজন সিং। (ছবি-হরভজন সিং ইন্সটাগ্রাম)
7 / 7
ক্রিকেটাররা তো মাঝে মধ্যেই ঋষভকে আত্মবিশ্বাস জোগানোর জন্য তাঁর বাড়িতে যাচ্ছেন। এ বার পন্থের সঙ্গে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক গুরু রান্ধাওয়াও দেখা করে তাঁর আরোগ্য কামনা করেছেন। (ছবি-গুরু রান্ধাওয়া ইন্সটাগ্রাম)