Bottle Gourd Juice: রোজ সকালে খালিপেটে খান চেনা এই সবজির জুস! ওজন তো কমবেই, হার্ট থাকবে তরতাজা
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jul 03, 2022 | 10:16 PM
Health Benefits: রান্না করে নয়, কাঁচা লাউ দিয়ে বানিয়ে ফেলুন জুস। লাউয়ের রস সকলেই খেতে পারেন। বিশেষ করে যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্য এই উপকারী জুস খুবই উপকারী।
1 / 6
রোজ সকালে খালি পেটে যদি এই জুস খাওয়া হয়, তাহলে রক্তে শর্করার পরিমাণ কম করে, রক্তচাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শরীর রাখে ঠান্ডা ও হার্টের একমাত্র পরম বন্ধ এই সবজি ওজন নিয়ন্ত্রণের জন্য সুপারফুড।
2 / 6
লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ। ভিটামিন সি, বি, কে, এ, ই, আয়রন, ফোলেট ও ম্যাঙ্গানিজ। অনেকেই জানেন না যে এই অতিপরিচিত সবজিতেও রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি।
3 / 6
লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যারা দ্রুত ওজন কমাতে চান তারা নিয়মিত খাদ্যতালিকায় লাউয়ের রস রাখতে পারেন। ফাইবার ছাড়াও আয়রন, ভিটামিন ও পটাশিয়াম ওজন কমাতে সাহায্য করে।
4 / 6
লাউ হৃৎপিণ্ডের জন্যও বেশ উপকারী। সপ্তাহে তিনবার লাউয়ের রস পান করলে হৃৎপিণ্ড ভাল থাকে। শুধু তাই নয় উচ্চ রক্তচাপ কমাতেও কার্যকর।
5 / 6
লাউয়ে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ও অ্যালকালি থাকায় এটি অ্যাসিডিটির সমস্যা কমায়। সেই সঙ্গে হজমশক্তি বাড়ায়। এতে রয়েছে দ্রবণীয় ফাইবার যা সঠিক হজমে সাহায্য করে।
6 / 6
অনেক সময় ভুল খাওয়া এবং জীবনযাত্রার কারণে লিভারে নানা সমস্যা দেখা দেয়। এ জন্য লাউয়ের রসের সঙ্গে কিছু আদার রস মিশিয়ে পান করুন। এতে লিভারের ফোলাভাব কমবে।