
দাঁত মাজার পাশপাশি টুথপেস্টের যে এত সক্রিয় ব্যবহার করা যায় তা বোধ হয় অনেকেরই জানা ছিল না। ঘরের বিভিন্ন টুকটাক কাজে টুথপেস্টের ব্যবহার জানলে আপনি অবাক হয়ে যেতে পারেন।

টি টেবিল থেকে কার্পেটে অনেক সময় চা বা কফি পড়ে যায়। এই নাছোড়বান্দা দাগ পরিষ্কার করতে হিমশিম খেতে হয়। এবার থেকে কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। দেখবেন ঝটপট দাগ পরিষ্কার হয়ে যাচ্ছে।

গাড়ির হেডলাইট পরিষ্কার করতেও কাজে আসে টুথপেস্ট। একটু পেস্ট আর সামান্য জল মিশিয়ে নিয়ে গাড়ির হেডলাইটে লাগিয়ে নিন। মিনিট দশেক পর ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই নতুনের মতো ঝকঝক করবে।

নখে হলুদ ছোপ পড়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। ব্রাশে সামান্য টুথপেস্ট লাগিয়ে নখে ঘষে নিয়ে ৩-৪ মিনিট পর ধুয়ে নিন। বেসিন ও কলের গায়ে জলের দাগ পড়ে দেখতে খারাপ দেখায়। এক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এটিকে। সামান্য টুথপেস্ট লাগিয়ে রেখে দিন মিনিট ১০। তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন।

রুপো বা অক্সিডাইজের গয়নায় কালো দাগ পড়লেও আপনি তা টুথপেস্টের সাহায্যে পরিষ্কার করতে পারেন। একেবারে নতুন গয়নার মতোই চকচক করবে।

চুলে চুইংগাম আটকে গেলেও তা বের করতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। চুইংগামের ওপরে কিছুটা টুথপেস্ট লাগিয়ে দিন। খানিকক্ষণ পর উঠে যাবে সেটি