ফিরে দেখা: কত কোটি টাকার সম্পত্তি ছিল সুশান্তের?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 14, 2021 | 12:18 PM

এখনও সুশান্তের মৃত্যু মামলা চলছে। প্রয়াত অভিনেতার মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা যাক তাঁর সংগ্রহের কিছু মূল্যবান জিনিসের তালিকা।

1 / 6
সুশান্ত সিং রাজপুত।

সুশান্ত সিং রাজপুত।

2 / 6
বিজ্ঞানের প্রতি সুশান্তের আগ্রহের কথা অনেকেই জানতেন। দামি টেলিস্কোপ ছিল তাঁর সংগ্রহে।

বিজ্ঞানের প্রতি সুশান্তের আগ্রহের কথা অনেকেই জানতেন। দামি টেলিস্কোপ ছিল তাঁর সংগ্রহে।

3 / 6
সুশান্ত বাইক চালাতে ভালবাসতেন। সেই শখ পূরণ করতে নিজের সংগ্রহে রেখেছিলেন BMW K 1300 R মডেলের বাইক।

সুশান্ত বাইক চালাতে ভালবাসতেন। সেই শখ পূরণ করতে নিজের সংগ্রহে রেখেছিলেন BMW K 1300 R মডেলের বাইক।

4 / 6
বাইক ছাড়াও গাড়ি চালাতে ভালবাসতেন সুশান্ত। নিজের ল্যান্ড রোভার রেঞ্জ এসইউভিতে বহুবার পাপারাৎজির ফ্রেমবন্দি হয়েছেন।

বাইক ছাড়াও গাড়ি চালাতে ভালবাসতেন সুশান্ত। নিজের ল্যান্ড রোভার রেঞ্জ এসইউভিতে বহুবার পাপারাৎজির ফ্রেমবন্দি হয়েছেন।

5 / 6
স্বপ্নপূরণ করতে সংগ্রহে ফ্লাইট সিমুলেটর রেখেছিলেন সুশান্ত। এই স্বপ্নপূরণের কথা নিজেই সোশ্যাল ওয়ালে জানিয়েছিলেন।

স্বপ্নপূরণ করতে সংগ্রহে ফ্লাইট সিমুলেটর রেখেছিলেন সুশান্ত। এই স্বপ্নপূরণের কথা নিজেই সোশ্যাল ওয়ালে জানিয়েছিলেন।

6 / 6
শোনা যায়, প্রতি ছবিতে পারিশ্রমিক বাবদ পাঁচ থেকে সাত কোটি টাকা নিতেন সুশান্ত। সব মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৫৯ কোটি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

শোনা যায়, প্রতি ছবিতে পারিশ্রমিক বাবদ পাঁচ থেকে সাত কোটি টাকা নিতেন সুশান্ত। সব মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৫৯ কোটি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Next Photo Gallery