Sushmita-Lalit: ‘আদরে সোহাগে’ ভাসছেন ললিত মোদী, প্রেমিকা সুস্মিতা সেনকে বিয়ে করার কথাও জানিয়েছেন… আর এসব দেখে কী বলছেন সুস্মিতা?

Bollywood Relationship: নতুন প্রেমিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। তাঁকে কবে বিয়ে করছেন সুস্মিতা?

| Edited By: Sneha Sengupta

Jul 15, 2022 | 12:44 AM

1 / 15
একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা সেন। তাঁর অন্তিম প্রাক্তন প্রেমিকের নাম রোহমান শল। ২০২১ সালে সেই প্রেম ভেঙে যায়। বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদের কথা সুস্মিতা নিজেই জানিয়েছিলেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তারপর আর কারও সঙ্গে নাম জড়াতে দেখা যায়নি প্রাক্তন মিস ইউনিভার্সের।

একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা সেন। তাঁর অন্তিম প্রাক্তন প্রেমিকের নাম রোহমান শল। ২০২১ সালে সেই প্রেম ভেঙে যায়। বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদের কথা সুস্মিতা নিজেই জানিয়েছিলেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তারপর আর কারও সঙ্গে নাম জড়াতে দেখা যায়নি প্রাক্তন মিস ইউনিভার্সের।

2 / 15
এবার জানা গেল তাঁর নতুন প্রেমিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় পরপর দুটি টুইট করে সুস্মিতার সঙ্গে তাঁর প্রেমের কথা গোটা বিশ্বকে জানিয়েছেন খোদ ললিতই।

এবার জানা গেল তাঁর নতুন প্রেমিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় পরপর দুটি টুইট করে সুস্মিতার সঙ্গে তাঁর প্রেমের কথা গোটা বিশ্বকে জানিয়েছেন খোদ ললিতই।

3 / 15
বৃহস্পতিবারই ললিত মোদী ও সুস্মিতা সেনের সম্পর্কের খবর সামনে আসে। ললিত মোদী নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন। জানিয়েছেন, তারা শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন।

বৃহস্পতিবারই ললিত মোদী ও সুস্মিতা সেনের সম্পর্কের খবর সামনে আসে। ললিত মোদী নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন। জানিয়েছেন, তারা শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন।

4 / 15
টুইট দুটি চকিতেই হইচই ফেলে দিয়েছে সর্বত্র। আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চমকেছেন সুস্মিতার অগুনতি অনুরাগীকুল, এমনকী ক্রিকেটানুরাগীরাও। এতদিন বিয়ে করেননি যে মিস ইউনিভার্স, তাঁর বিয়ের খবর কি না এত আচমকা এল! বিশ্বাসই করতে পারছেন না অনেকে। আসলে প্রথম টুইটে ‘বেটার হাফ’ শব্দবন্ধটি ব্যবহার করেছেন ললিত। যে শব্দবন্ধ বিবাহিতদের উদ্দেশে ব্যবহৃত হয়।

টুইট দুটি চকিতেই হইচই ফেলে দিয়েছে সর্বত্র। আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চমকেছেন সুস্মিতার অগুনতি অনুরাগীকুল, এমনকী ক্রিকেটানুরাগীরাও। এতদিন বিয়ে করেননি যে মিস ইউনিভার্স, তাঁর বিয়ের খবর কি না এত আচমকা এল! বিশ্বাসই করতে পারছেন না অনেকে। আসলে প্রথম টুইটে ‘বেটার হাফ’ শব্দবন্ধটি ব্যবহার করেছেন ললিত। যে শব্দবন্ধ বিবাহিতদের উদ্দেশে ব্যবহৃত হয়।

5 / 15
বিয়ে এবং সুস্মিতা - শব্দ দুটি বিপরীত মেরুর। কেউ কল্পনাই করতে পারেননি বিয়ের মতো প্রতিষ্ঠানিক বিষয়কে গ্রহণ করতে পারেন সুস্মিতা সেনের মতো নারী। যে সুস্মিতার ব্যক্তিত্বেই রয়েছে, নিজের মতো বাঁচার, নিজের শর্তে বাঁচার অঙ্গীকার। ফলে তাঁর প্রেমিক যখনই বিয়ে হয়ে যাওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন, গোটা বিশ্ব চমকে ওঠে।

বিয়ে এবং সুস্মিতা - শব্দ দুটি বিপরীত মেরুর। কেউ কল্পনাই করতে পারেননি বিয়ের মতো প্রতিষ্ঠানিক বিষয়কে গ্রহণ করতে পারেন সুস্মিতা সেনের মতো নারী। যে সুস্মিতার ব্যক্তিত্বেই রয়েছে, নিজের মতো বাঁচার, নিজের শর্তে বাঁচার অঙ্গীকার। ফলে তাঁর প্রেমিক যখনই বিয়ে হয়ে যাওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন, গোটা বিশ্ব চমকে ওঠে।

6 / 15
তাই হয়তো কিছু সময় যেতে না-যেতেই দ্বিতীয় পোস্টটি করেন ললিত। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন, “আপনাদের বোঝার জন্য এই টুইট করছি। আমি আর সুস্মিতা বিয়ে করিনি। কেবল একে-অন্যকে ডেট করছি। তবে আমাদের একদিন বিয়েটাও হয়ে যাবে।” বিয়ে না করলেও দ্বিতীয় টুইটে সুস্মিতাকে বিয়ে করার স্পষ্ট আভাস দিয়েছেন ললিত।

তাই হয়তো কিছু সময় যেতে না-যেতেই দ্বিতীয় পোস্টটি করেন ললিত। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন, “আপনাদের বোঝার জন্য এই টুইট করছি। আমি আর সুস্মিতা বিয়ে করিনি। কেবল একে-অন্যকে ডেট করছি। তবে আমাদের একদিন বিয়েটাও হয়ে যাবে।” বিয়ে না করলেও দ্বিতীয় টুইটে সুস্মিতাকে বিয়ে করার স্পষ্ট আভাস দিয়েছেন ললিত।

7 / 15
ইন্সটাগ্রামেও নতুন-পুরনো মিশিয়ে ছবি শেয়ার করেছেন ললিত। সেই সঙ্গে ক্যাপশনে সেটাই লিখেছেন, যেটা টুইটারে লিখেছেন। ছবিগুলি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, ললিতের সঙ্গে সুস্মিতার ওঠাবসা অনেক আগে থেকে। পুরনো ছবি থেকে এটাও স্পষ্ট, যে দু'জনের মধ্যে ভালই বন্ধুত্ব ছিল একটা সময়।

ইন্সটাগ্রামেও নতুন-পুরনো মিশিয়ে ছবি শেয়ার করেছেন ললিত। সেই সঙ্গে ক্যাপশনে সেটাই লিখেছেন, যেটা টুইটারে লিখেছেন। ছবিগুলি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, ললিতের সঙ্গে সুস্মিতার ওঠাবসা অনেক আগে থেকে। পুরনো ছবি থেকে এটাও স্পষ্ট, যে দু'জনের মধ্যে ভালই বন্ধুত্ব ছিল একটা সময়।

8 / 15
সুস্মিতার প্রেমিক তালিকা অনেক লম্বা। কাউকেই তিনি বিয়ে করেননি। কিংবা বিয়ে করার কথা চিন্তাও করেননি। সুস্মিতার প্রেমিক তালিকায় রয়েছেন রোহমান শল, বান্টি সচদেব, ওয়ামিস আক্রম, বিক্রম ভাটরা।

সুস্মিতার প্রেমিক তালিকা অনেক লম্বা। কাউকেই তিনি বিয়ে করেননি। কিংবা বিয়ে করার কথা চিন্তাও করেননি। সুস্মিতার প্রেমিক তালিকায় রয়েছেন রোহমান শল, বান্টি সচদেব, ওয়ামিস আক্রম, বিক্রম ভাটরা।

9 / 15
এদিকে ললিত যে পোস্ট করেছেন, তাতে রয়েছে সুস্মিতাকে আগামীতে বিয়ে করার উল্লেখ। কে এই ললিত মোদী জানেন? তিনি ক্রিকেট দুনিয়ার বাদশা। একটা সময় তিনি ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হর্তা-কর্তা-বিধাতা। তিনিই ছিলেন জন্মদাতা।

এদিকে ললিত যে পোস্ট করেছেন, তাতে রয়েছে সুস্মিতাকে আগামীতে বিয়ে করার উল্লেখ। কে এই ললিত মোদী জানেন? তিনি ক্রিকেট দুনিয়ার বাদশা। একটা সময় তিনি ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হর্তা-কর্তা-বিধাতা। তিনিই ছিলেন জন্মদাতা।

10 / 15
ভারতীয় ক্রিকেট বা আইপিএল সম্পর্কে যাঁরা ন্যূনতম খবর রাখেন, তাঁদের কাছে ললিত অত্যন্ত পরিচিত নাম। যে আইপিএল বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ, তার ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন এই মোদী।

ভারতীয় ক্রিকেট বা আইপিএল সম্পর্কে যাঁরা ন্যূনতম খবর রাখেন, তাঁদের কাছে ললিত অত্যন্ত পরিচিত নাম। যে আইপিএল বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ, তার ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন এই মোদী।

11 / 15
এতেই শেষ নয়, ভারতীয় বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী হয়ে ওঠার পিছনেও রয়েছে ললিতের ছাপ। আর তা সম্ভব হয়েছে তাঁরই জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট আইএস বিন্দ্রার (ভারতীয় ক্রিকেট প্রশাসনের ব্যক্তিত্ব) ঘনিষ্ঠ ললিতকে আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের পর বোর্ড চিরনির্বাসিত করে। তারপর থেকে তিনি লন্ডনেই রয়েছেন।

এতেই শেষ নয়, ভারতীয় বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী হয়ে ওঠার পিছনেও রয়েছে ললিতের ছাপ। আর তা সম্ভব হয়েছে তাঁরই জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট আইএস বিন্দ্রার (ভারতীয় ক্রিকেট প্রশাসনের ব্যক্তিত্ব) ঘনিষ্ঠ ললিতকে আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের পর বোর্ড চিরনির্বাসিত করে। তারপর থেকে তিনি লন্ডনেই রয়েছেন।

12 / 15
তবে সেই পোস্টে নজর রাখলে যা চোখে পড়ে, তা হল অতীত থেকেই সুস্মিতার সঙ্গে ঘনিষ্ট হওয়ার ইঙ্গিত। ২০১৩ থেকেই তাহলে কি ডেটিং করছিলেন এই জুটি! আর রোহমানের সঙ্গে লিভ ইন-এ থাকাকালীনই কী গোপনে চালাচ্ছিলেন এই সম্পর্ক!

তবে সেই পোস্টে নজর রাখলে যা চোখে পড়ে, তা হল অতীত থেকেই সুস্মিতার সঙ্গে ঘনিষ্ট হওয়ার ইঙ্গিত। ২০১৩ থেকেই তাহলে কি ডেটিং করছিলেন এই জুটি! আর রোহমানের সঙ্গে লিভ ইন-এ থাকাকালীনই কী গোপনে চালাচ্ছিলেন এই সম্পর্ক!

13 / 15
অনেকে মনে করেন ললিত মোদী রোম্যান্টি মানুষ। এর আগে পরিবারের বিরুদ্ধে গিয়ে ৯ বছরের বড় মিনাল সাগ্রানিকে বিয়ে করেছিলেন ললিত। পরবর্তীতে অবশ্য পরিবার তাঁদের মেনে নিয়েছিল। ১৯৯১ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই সন্তান, ছেলে রুচির মোদী ও মেয়ে আলিয়া মোদী।

অনেকে মনে করেন ললিত মোদী রোম্যান্টি মানুষ। এর আগে পরিবারের বিরুদ্ধে গিয়ে ৯ বছরের বড় মিনাল সাগ্রানিকে বিয়ে করেছিলেন ললিত। পরবর্তীতে অবশ্য পরিবার তাঁদের মেনে নিয়েছিল। ১৯৯১ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই সন্তান, ছেলে রুচির মোদী ও মেয়ে আলিয়া মোদী।

14 / 15
ললিত মোদীর টুইটের পর নিজের কোনও পর্যন্ত নিজের কোনও প্রতিক্রিয়া জানাননি সুস্মিতা। তবে একদিন আগে তিনি ইনস্টাগ্রাম পোস্টে ব্যক্ত করেছিলেন মনের কথা। পোস্টে লেখা ছিল, "অন্ধকার জায়গায় থাকলে মনে হতে শুরু করে কবর দেওয়া হয়েছে। কিন্তু যদি প্লান্ট করা হয়।" তখনই সুস্মিতা নতুন কিছু শুরুর ইঙ্গিত দিয়েছিলেন হয়তো।

ললিত মোদীর টুইটের পর নিজের কোনও পর্যন্ত নিজের কোনও প্রতিক্রিয়া জানাননি সুস্মিতা। তবে একদিন আগে তিনি ইনস্টাগ্রাম পোস্টে ব্যক্ত করেছিলেন মনের কথা। পোস্টে লেখা ছিল, "অন্ধকার জায়গায় থাকলে মনে হতে শুরু করে কবর দেওয়া হয়েছে। কিন্তু যদি প্লান্ট করা হয়।" তখনই সুস্মিতা নতুন কিছু শুরুর ইঙ্গিত দিয়েছিলেন হয়তো।

15 / 15
ললিত সুস্মিতা-সম্প্রতি বিটাউনের খবরের হটকেক হল ললিত-সুস্মিতার সম্পর্ক। এই জুটির মধ্যে থাকা বয়সের ফারাক মোট ১২ বছরের। সোশ্যাল মিডিয়ায় এরা এখন ভাইরাল স্টার। যদিও সম্পর্ক নিয়ে এখনও সেভাবে মুখ খোলেননি সুস্মিতা সেন।

ললিত সুস্মিতা-সম্প্রতি বিটাউনের খবরের হটকেক হল ললিত-সুস্মিতার সম্পর্ক। এই জুটির মধ্যে থাকা বয়সের ফারাক মোট ১২ বছরের। সোশ্যাল মিডিয়ায় এরা এখন ভাইরাল স্টার। যদিও সম্পর্ক নিয়ে এখনও সেভাবে মুখ খোলেননি সুস্মিতা সেন।