Suzie Bates: কিউয়িদের ‘সুপার সুজি’, বাস্কেটবল ও ক্রিকেট উভয়েই পারদর্শী

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 23, 2022 | 10:48 AM

টুইটার অ্যাকাউন্টের বায়োতে বড় বড় করে লেখা, 'ডুয়িং হোয়্যাট আই লাভ। লিভিং মাই ড্রিমস।' বাস্কেটবলটা বেশ মন দিয়েই খেলতেন। ২০০৮ বেজিং অলিম্পিকে নিউজিল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন সুজি বেটস। ২৮ জুন থেকে শুরু হতে চলা বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও সুজির খেলবেন। তবে বাস্কেটবল নয়, বাইশ গজে।

1 / 6
টুইটার অ্যাকাউন্টের বায়োতে বড় বড় করে লেখা, 'ডুয়িং হোয়্যাট আই লাভ। লিভিং মাই ড্রিমস।' বাস্কেটবলটা বেশ মন দিয়েই খেলতেন। ২০০৮ বেজিং অলিম্পিকে নিউজিল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন সুজি বেটস। ২৮ জুন থেকে শুরু হতে চলা বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও সুজির খেলবেন। তবে বাস্কেটবল নয়, বাইশ গজে। (ছবি: টুইটার)

টুইটার অ্যাকাউন্টের বায়োতে বড় বড় করে লেখা, 'ডুয়িং হোয়্যাট আই লাভ। লিভিং মাই ড্রিমস।' বাস্কেটবলটা বেশ মন দিয়েই খেলতেন। ২০০৮ বেজিং অলিম্পিকে নিউজিল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন সুজি বেটস। ২৮ জুন থেকে শুরু হতে চলা বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও সুজির খেলবেন। তবে বাস্কেটবল নয়, বাইশ গজে। (ছবি: টুইটার)

2 / 6
একইসঙ্গে বাস্কেটবল ও ক্রিকেট, উভয় খেলারই জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস।  খুব কম মানুষেরই জীবনে এমন সৌভাগ্য হয়। সুজি সেদিক থেকে ব্যতিক্রম। (ছবি: টুইটার)

একইসঙ্গে বাস্কেটবল ও ক্রিকেট, উভয় খেলারই জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। খুব কম মানুষেরই জীবনে এমন সৌভাগ্য হয়। সুজি সেদিক থেকে ব্যতিক্রম। (ছবি: টুইটার)

3 / 6
লোগান থান্ডারের হয়ে মেয়েদের বাস্কেটবল লিগে খেলেছেন। ঘরোয়া ক্রিকেট দলে খেলেন ওটাগোর হয়ে। নিউজিল্যান্ডের মেয়েদের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সুজির টুইটার ঘাঁটলে বোঝা যায়, দুটো খেলাকেই সমান গুরুত্ব দেন তিনি। (ছবি: টুইটার)

লোগান থান্ডারের হয়ে মেয়েদের বাস্কেটবল লিগে খেলেছেন। ঘরোয়া ক্রিকেট দলে খেলেন ওটাগোর হয়ে। নিউজিল্যান্ডের মেয়েদের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সুজির টুইটার ঘাঁটলে বোঝা যায়, দুটো খেলাকেই সমান গুরুত্ব দেন তিনি। (ছবি: টুইটার)

4 / 6
নিউজিল্যান্ডের ক্রীড়া জগতের অন্যতম প্রতিষ্ঠিত নাম সুজি বেটস। ছোটোবেলায় পপতারকা হতে চাইতেন। যত বড় হচ্ছেন সুজির ইচ্ছেগুলোর পরিবর্তন হচ্ছে। (ছবি: টুইটার)

নিউজিল্যান্ডের ক্রীড়া জগতের অন্যতম প্রতিষ্ঠিত নাম সুজি বেটস। ছোটোবেলায় পপতারকা হতে চাইতেন। যত বড় হচ্ছেন সুজির ইচ্ছেগুলোর পরিবর্তন হচ্ছে। (ছবি: টুইটার)

5 / 6
তাই বোধহয় টুইটারের বায়োতে লিখে দিয়েছেন, 'যেটা মন চায় সেটাই করি। স্বপ্নের জগতে বাস করছি।' সুজির বাস্কেটবল কোর্ট থেকে ক্রিকেট ময়দানের জার্নিটা অনুপ্রেরণাদায়ক।(ছবি: টুইটার)

তাই বোধহয় টুইটারের বায়োতে লিখে দিয়েছেন, 'যেটা মন চায় সেটাই করি। স্বপ্নের জগতে বাস করছি।' সুজির বাস্কেটবল কোর্ট থেকে ক্রিকেট ময়দানের জার্নিটা অনুপ্রেরণাদায়ক।(ছবি: টুইটার)

6 / 6
নিউজিল্যান্ডের হয়ে ১৪২টি ওয়ান ডে এবং ১২৬টি টি-২০ ম্যাচ খেলেছেন ডান হাতি ব্যাটার। টি-২০তে একটি শতরান রয়েছে। বেটসের ব্যাট কমনওয়েলথে বাকি দলগুলোর কাছে চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে তাতে সন্দেহ নেই। (ছবি: টুইটার)

নিউজিল্যান্ডের হয়ে ১৪২টি ওয়ান ডে এবং ১২৬টি টি-২০ ম্যাচ খেলেছেন ডান হাতি ব্যাটার। টি-২০তে একটি শতরান রয়েছে। বেটসের ব্যাট কমনওয়েলথে বাকি দলগুলোর কাছে চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে তাতে সন্দেহ নেই। (ছবি: টুইটার)

Next Photo Gallery