TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jan 20, 2023 | 12:34 PM
প্রতিটি স্বপ্নের অবশ্যই কিছু অর্থ আছে। স্বপ্নে দেখা দৃষ্টিভঙ্গি একটি ভাল বা খারাপ ভবিষ্যতের ইঙ্গিত দেয়। ঘুমের মধ্যে শিশু থেকে বুড়ো সকলেই স্বপ্ন দেখেন। কখনও কখনও এমন কিছু স্বপ্ন দেখা হয় যা আমাদের ভাল বা খারাপ সময়ের ইঙ্গিত দেয়।
সাধারণত একজন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তার স্বপ্ন ভুলে যান। কিন্তু এমন কিছু স্বপ্ন মনের মধ্যে এমন জায়গা করে নেয় যে সেই স্বপ্ন একেবারেই ভোলার নয়। আর সেই স্বপ্নের অর্থ জানার জন্য বেশিই আগ্রহী হয়ে থাকি। স্বপ্ন বিজ্ঞান অনুসারে স্বপ্নে কিছু জিনিস দেখা শুভ বলে মনে করা হয়।
স্বপ্নশাস্ত্রতে বলা হয়েছে যে যদি আপনার স্বপ্নে এমন কিছু প্রাণী দেখেন তবে এর অর্থ যে আপনার ভাগ্য খুলতে চলেছে।
গরু: স্বপ্ন বিজ্ঞান অনুসারে স্বপ্নে গরু দেখা খুবই শুভ বলে মনে করা হয়। গরু দেখার অর্থ হল ব্যক্তির উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হবে। স্বপ্নে গরু দেখলে মানুষ সব কাজে সফলতা পায়।
হাতি: স্বপ্নে হাতি দেখা খুবই শুভ বলে মনে করা হয়। যদি কোনও ব্যক্তি স্বপ্নে একটি হাতি দেখেন তবে এর অর্থ হল ওই ব্যক্তি প্রচুর সম্পদ অর্জন করতে চলেছেন। স্বপ্নে একটি হাতি দেখার অর্থ হল জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে।
কালো সাপ: স্বপ্নে কালো সাপ দেখা একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর মানে আপনার খ্যাতি বাড়তে চলেছে। এর অর্থ হল নিজের ইচ্ছাপূরণ শীঘ্রই পূরণ হতে চলেছে।
পেঁচা: স্বপ্নে পেঁচা দেখাও শুভ বলে মনে করা হয়। পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন মনে করা হয়। কথিত আছে স্বপ্নে পেঁচা দেখলে সম্পদ পাওয়া যায়। যে ব্যক্তি এমন স্বপ্ন দেখেন তার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়।
খরগোশ: স্বপ্নে খরগোশ দেখা খুবই শুভ বলে মনে করা হয়। এর মানে জীবনে প্রেম বাড়তে চলেছে। পাশাপাশি কাজের ক্ষেত্রেও সাফল্য পেতে চলেছেন।
টিকটিকি: স্বপ্নে টিকটিকি দেখা স্বপ্ন বিজ্ঞানে শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে এই স্বপ্নের অর্থ হল হঠাৎ অর্থ পেতে চলেছেন।