TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Oct 20, 2021 | 6:51 PM
লক্ষ্মী পুজোর দিন দুর্গা পুজোর থ্রো ব্যাক ছবি শেয়ার করলেন স্বস্তিকা।
মেয়ে অন্বেষাও ছিলেন সঙ্গে।
প্রিয়জনের আমন্ত্রণে বোন অজোপা ও মেয়ে অন্বেষার সঙ্গে গিয়েছিলেন বাড়ির পুজোয়।
মায়ের আরাধনা করেন সকলে মিলে।
সকলে পরেছিলেন শাড়ি। স্বস্তিকার পরনে ছিল সাদা শাড়ি, বোন অজোপা পরেছিলেন মাল্টি কালার শাড়ি।
মেয়ে অন্বেষাও মাস্টার্ড রঙের শাড়ি পরেছিলেন।
সকলের বেশ ভাল সময় কেটেছে পুজোর দিনগুলোয়।