T20 World Cup 2022: পয়া অ্যাডিলেডে উঠবে বিরাট ঝড়? সেমির লড়াইয়ে ভারতের ভরসা যাঁরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 10, 2022 | 7:30 AM

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল জিততে মেন ইন ব্লু ভরসার মুখগুলি রইল তালিকায়। দেখে নিন...

1 / 5
 অ্যাডিলেড ওভাল কোনওদিনও ফেরায়নি বিরাট কোহলিকে। টেস্ট ক্রিকেটের প্রথম শতরান, ২০১৫ সালে ওডিআইতে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রানের ইনিংস। কেরিয়ারে সবচেয়ে বেশি শতরান করেছেন এই মাঠে। অ্যাডিলেড বিরাট কোহলির কাছে 'ঘরের মাঠ'। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে পয়া অ্যাডিলেডে বিরাট ব্যাটে ঝড় ওঠার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। (ছবি:টুইটার)

অ্যাডিলেড ওভাল কোনওদিনও ফেরায়নি বিরাট কোহলিকে। টেস্ট ক্রিকেটের প্রথম শতরান, ২০১৫ সালে ওডিআইতে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রানের ইনিংস। কেরিয়ারে সবচেয়ে বেশি শতরান করেছেন এই মাঠে। অ্যাডিলেড বিরাট কোহলির কাছে 'ঘরের মাঠ'। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে পয়া অ্যাডিলেডে বিরাট ব্যাটে ঝড় ওঠার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। (ছবি:টুইটার)

2 / 5
সমালোচনার পথ পেরিয়ে বাংলাদেশের বিরুদ্ধে রানে ফেরেন লোকেশ রাহুল। তিনটি ইনিংসে ব্যর্থতার পর অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন রাহুল। কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মার ভরসার দাম রাখেন। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডে জ্বলে উঠবে রাহুলের ব্যাট?(ছবি:টুইটার)

সমালোচনার পথ পেরিয়ে বাংলাদেশের বিরুদ্ধে রানে ফেরেন লোকেশ রাহুল। তিনটি ইনিংসে ব্যর্থতার পর অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন রাহুল। কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মার ভরসার দাম রাখেন। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডে জ্বলে উঠবে রাহুলের ব্যাট?(ছবি:টুইটার)

3 / 5
ভারতীয় দলের সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এখনও পর্যন্ত ব্যাটে-বলে হার্দিকের পারফরম্যান্স সেভাবে মনে রাখার মতো নয়। তা সত্ত্বেও বিপক্ষের মাথাব্যথার বড় কারণ বরোদার অলরাউন্ডার। বিশ্বকাপ জয়ের শেষ পর্যায়ে পৌঁছাতে হার্দিক ম্যাজিকের ভীষণ প্রয়োজন মেন ইন ব্লু-র।(ছবি:টুইটার)

ভারতীয় দলের সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এখনও পর্যন্ত ব্যাটে-বলে হার্দিকের পারফরম্যান্স সেভাবে মনে রাখার মতো নয়। তা সত্ত্বেও বিপক্ষের মাথাব্যথার বড় কারণ বরোদার অলরাউন্ডার। বিশ্বকাপ জয়ের শেষ পর্যায়ে পৌঁছাতে হার্দিক ম্যাজিকের ভীষণ প্রয়োজন মেন ইন ব্লু-র।(ছবি:টুইটার)

4 / 5
 ভারতীয় দল এবং সমর্থকদের ভরসার বড় নাম সূর্যকুমার যাদব। বিশ্বকাপেও সূর্যের ব্যাটে ধারাবাহিকভাবে রান এসেছে। অ্যাডিলেডে ইংরেজ বোলারদের শাসন করতে তৈরি ভারতীয় দলের 'স্কাই'। (ছবি:টুইটার)

ভারতীয় দল এবং সমর্থকদের ভরসার বড় নাম সূর্যকুমার যাদব। বিশ্বকাপেও সূর্যের ব্যাটে ধারাবাহিকভাবে রান এসেছে। অ্যাডিলেডে ইংরেজ বোলারদের শাসন করতে তৈরি ভারতীয় দলের 'স্কাই'। (ছবি:টুইটার)

5 / 5
 দেখে একবারও মনে হয় না, এটাই তরুণ অর্শদীপ সিংয়ের প্রথম বিশ্বকাপ। বাঁ হাতি পেসার চলতি বিশ্বকাপে সাফল্যের গাঁথা বুনেছেন। যে কারণে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের ভরসার পাত্র হয়ে উঠেছেন অর্শদীপ। এখনও পর্যন্ত অর্শদীপের সংগ্রহে এসেছে ১০টি উইকেট। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্শদীপের কাজটা সহজ হবে না। নিজেও ভালোমতো জানেন। জস বাটলার, অ্যালেক্স হেলসদের প্যাভিলিয়নে পাঠাতে কোন অস্ত্র বের করেন অর্শদীপ সেটাই দেখার। (ছবি:টুইটার)

দেখে একবারও মনে হয় না, এটাই তরুণ অর্শদীপ সিংয়ের প্রথম বিশ্বকাপ। বাঁ হাতি পেসার চলতি বিশ্বকাপে সাফল্যের গাঁথা বুনেছেন। যে কারণে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের ভরসার পাত্র হয়ে উঠেছেন অর্শদীপ। এখনও পর্যন্ত অর্শদীপের সংগ্রহে এসেছে ১০টি উইকেট। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্শদীপের কাজটা সহজ হবে না। নিজেও ভালোমতো জানেন। জস বাটলার, অ্যালেক্স হেলসদের প্যাভিলিয়নে পাঠাতে কোন অস্ত্র বের করেন অর্শদীপ সেটাই দেখার। (ছবি:টুইটার)

Next Photo Gallery