
পাকিস্তানের নেতৃত্বের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। পাশাপাশি ব্যাট হাতেও মেলবোর্নে জ্বলে উঠতে চান বাবর আজম। প্রতিপক্ষের রান আটকাতে হলে ফিল্ডিংয়ে আরও তীক্ষ্ণ হতে ঘাম ঝরালেন বাবর আজম।(ছবি: পিসিবি)

শ্যাডো প্র্যাকটিসে ব্যস্ত ওপেনার মহম্মদ রিজওয়ান। টি-২০ ফরম্যাটে বর্তমানে অন্যতম সেরা ব্যাটার। (ছবি: পিসিবি)

শাহিন শাহ আফ্রিদি, সাদা বলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বোলারদের মধ্যে অন্যতম। এই বাঁ হাতি পেসারের মোকাবিলার জন্য মেন ইন ব্লু কী পরিকল্পনা নিয়েছে তা জানা যাবে মাঠে। (ছবি: পিসিবি)

এমসিজির ড্রপ ইন পিচের ফায়দা তোলার চেষ্টা করবেন শাদাব খান। পাকিস্তানের এই অলরাউন্ডার হয়ে উঠতে পারেন রবিবারের ম্যাচের এক্স ফ্যাক্টর।(ছবি: পিসিবি)

দলের ছেলেদের অনুশীলনে কড়া নজর হেডকোচ সাকলিন মুস্তাকের। খেলোয়াড়দের ডেকে ভুলত্রুটিগুলো ধরিয়ে দেওয়া, অনুশীলনের সময় তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনা চালান পাক কোচ।(ছবি: পিসিবি)