Paoli Dam: টানা ৫ বছরের সুখী দাম্পত্য পাওলি দামের; দেখুন তাঁর বিশেষদিনের কিছু অদেখা ছবি…

Marriage Anniversary: পাওলির স্বামী অর্জুন দেব কলকাতার ছেলে নন। তাঁর বাড়ি অসমে। প্রায়ই শ্বশুরবাড়ি গুয়াহাটিতে পাড়ি দেন পাওলি। শ্বশুরবাড়ির সকলের সঙ্গে তাঁর খুবই ভাল সম্পর্ক।

| Edited By: Sneha Sengupta

Dec 05, 2022 | 5:45 PM

1 / 5
২০১৭ সালের ৪ ডিসেম্বরে অর্জুন দেবকে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী পাওলি দাম। পাঁচ বছর হয়ে গেল অর্জুনের সঙ্গে সুখে সংসার করছেন পাওলি। চলুন ফিরে দেখা যাক বিশেষদিনে পাওলির জীবনের সেই মুহূর্তকে।

২০১৭ সালের ৪ ডিসেম্বরে অর্জুন দেবকে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী পাওলি দাম। পাঁচ বছর হয়ে গেল অর্জুনের সঙ্গে সুখে সংসার করছেন পাওলি। চলুন ফিরে দেখা যাক বিশেষদিনে পাওলির জীবনের সেই মুহূর্তকে।

2 / 5
আপাদমস্তক লাল রঙে সেজেছিলেন পাওলি। পরেছিলেন লাল বেনারসি। গলায় ছিল লাল গোলাপের মালা। সোনার গয়না তো ছিলই, সেই সঙ্গে মাথায় ছিল মানানসই টায়রা-টিকলি।

আপাদমস্তক লাল রঙে সেজেছিলেন পাওলি। পরেছিলেন লাল বেনারসি। গলায় ছিল লাল গোলাপের মালা। সোনার গয়না তো ছিলই, সেই সঙ্গে মাথায় ছিল মানানসই টায়রা-টিকলি।

3 / 5
পাওলির বিয়েতে তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাওলির বিয়েতে তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

4 / 5
তাঁর ৫ বছরের বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে পাওলি ছবি পোস্ট করে লিখেছিলেন, "একসঙ্গে আমরা - আমি আমার মতো, তুমি তোমার মতো। বিয়ের পাঁচ বছর পূর্তির অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।"

তাঁর ৫ বছরের বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে পাওলি ছবি পোস্ট করে লিখেছিলেন, "একসঙ্গে আমরা - আমি আমার মতো, তুমি তোমার মতো। বিয়ের পাঁচ বছর পূর্তির অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।"

5 / 5
পাওলির স্বামী অর্জুন দেব কলকাতার ছেলে নন। তাঁর বাড়ি অসমে। প্রায়ই শ্বশুরবাড়ি গুয়াহাটিতে পাড়ি দেন পাওলি। শ্বশুরবাড়ির সকলের সঙ্গে তাঁর খুবই ভাল সম্পর্ক।

পাওলির স্বামী অর্জুন দেব কলকাতার ছেলে নন। তাঁর বাড়ি অসমে। প্রায়ই শ্বশুরবাড়ি গুয়াহাটিতে পাড়ি দেন পাওলি। শ্বশুরবাড়ির সকলের সঙ্গে তাঁর খুবই ভাল সম্পর্ক।