অ্যাডভেঞ্চার, রহস্য, রোমাঞ্চ এই তিনটেই কি আপনার পছন্দ? সেই সঙ্গে অ্যাড্রিনালিন ক্ষরণ? তাহলে বাঞ্জি জাম্পিং আপনার জন্য আদর্শ। অনেকে হয়তো ইতিমধ্যেই করেও ফেলেছেন। উঁচু একটা প্রান্ত থেকে শূন্যে ভাসিয়ে দিয়েছেন নিজের শরীরে। বাতাস ভর করে উড়েছেন। নিজের ভাবনাচিন্তাগুলোকেও ডানা মেলতে দিয়েছেন। এই বাঞ্জি জাম্পিং এক অদ্ভুত নেশা। চলুন বিশ্বের বিখ্যাত কিছু বাঞ্জি জাম্পিংয়ের জায়গা দেখে নেওয়া যাক।
Macau Tower, China- চিনের AJ Hackett Macau Tower বিশ্বের সবচেয়ে উঁচু বাঞ্জিং জাম্পিং স্পট। আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ৭৬৪ ফুট উঁচু ম্যাকাও টাওয়ার থেকে বাঞ্জি জাম্প দেওয়ার স্বপ্ন কিন্তু অনেক বাঞ্জি জাম্পিং লাভাররাই দেখে থাকেন।
Verzasca Dam, Switzerland- ৭২০ ফুট উঁচু এই নদীবাঁধ বা ড্যাম অনেকটা আর্চের আকারে বিস্তৃত। Verzasca নদীর উপর রয়েছে এই ড্যাম। ১৯৯৫ সালের 'বন্ড মুভি'- 'গোল্ডেন আই'- তেও দেখানো হয়েছে বাঞ্জি জাম্পিংয়ের এই বিখ্যাত জায়গা।
Bloukrans Bridge, South Africa- দক্ষিণ আফ্রিকার এই ব্রিজ বিশ্বের অন্যতম জনপ্রিয় বাঞ্জি জাম্পিং স্পট। ব্রিজের তলার আকৃতি সুবিশাল আর্চের মতো। যেখান আর্চ পিক পয়েন্টে পৌঁছয় ব্রিজের উপর সেই জায়গা থেকে বাঞ্জি জাম্প দেওয়ার রোমাঞ্চই আলাদা।
Europabrücke Bridge, Austria- অস্ট্রিয়ার এই ব্রিজ ৬৩০ ফুট উঁচু। হাঙ্গেরি ঘুরতে আসা পর্যটকদের মধ্যে যারা বাঞ্জি জাম্প প্রেমী, তাঁদের জন্য এই ব্রিজ আদর্শ। Rocket Bungy এবং Bungy Running- এর মতো অনেক রোমাঞ্চকর ইভেন্ট এই ব্রিজে আয়োজিত হয়।
Niouc Footbridge, Switzerland- এই ব্রিজ ৬৫৬ ফুট উঁচু। একটি ক্যানিয়নের উপর রয়েছে এই ব্রিজ। এখান থেকে বাঞ্জি জাম্পিং করলে সটান ৬২৩ ফুট ফুটফলের সম্ভাবনা রয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু সাসপেনশন ব্রিজ বলা হয় সুইৎজারল্যান্ডের এই ব্রিজকে। বাঞ্জি জাম্পিংয়ের জন্য এই এলাকা আদর্শ।
ভারতেও রয়েছে বাঞ্জি জাম্পিংয়ের জনপ্রিয় জায়গা মোহন ছত্তি। হৃষিকেশের এই জায়গা শুধু দেশের নয় বিদেশি পর্যটকদের কাছেও বাঞ্জি জাম্প দেওয়ার জন্য অত্যন্ত জনপ্রিয় জায়গা।