TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Jul 18, 2021 | 5:12 PM
বয়স ৪৩। এখনও বিয়ে করেননি বর্ষীয়ান অভিনেত্রী তনুজার ছোট মেয়ে তথা অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়। তানিশা নিজেও অভিনয় করেন। তবে মা বা দিদির মতো সাফল্য তিনি পাননি।
৪৩ বছর বয়সেও বিয়ে না করার জন্য তানিশাকে পরিবারের সদস্যদের কাছ থেকে কি কটূ কথা শুনতে হয়? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
তানিশার কথায়, “আমার পরিবার অসাধারণ। ওদের জন্যই আজ এমন সুন্দর জীবন পেয়েছি আমি। দিদিমা বলত, মাও বলে জীবন খুব ছোট। প্রতিটা মুহূর্ত উপভোগ করে নাও। বিয়ের জন্য আলাদা করে কখনও কেউ কোনও প্রশ্ন করে না আমাকে।”
রিয়ালিটি শো বিগ বস ৭-এ অংশ নিয়েছিলেন তানিশা। সে সময় অভিনেতা আরমান কোহলির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রিতে। কিন্তু কয়েক মাস পরে নাকি সে সম্পর্ক ভেঙে যায়।
২০০৩-এ বলিউড ডেবিউ করেন তানিশা। কাজল তখন বিখ্যাত অভিনেত্রী। বয়স যখন কম ছিল, দিদির সঙ্গে তুলনায় নাকি মন খারাপ হয়ে যেত তানিশার। কখনও সে জন্য হিংসেও করেছেন দিদিকে।
তানিশার মতে, পৃথিবীতে কোনও মানুষকেই অন্য একটা মানুষের সঙ্গে তুলনা করা উচিত নয়। প্রত্যেকেরই নিজস্বতা রয়েছে।
আপাতত তানিশার হাতে রয়েছে হরর ড্রামা ‘রোজি: দ্য স্যাফরন চ্যাপ্টার’। যেখানে বলিউড ডেবিউ করবেন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। বিশাল মিশ্র পরিচালিত এই ছবি সত্য ঘটনা অবলম্বনে তৈরি।