Tanushree Dutta: সাবেকি পোশাকে মজেছেন ‘আশিক বনায়া আপনে’ গার্ল তনুশ্রী দত্ত; দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Sep 22, 2021 | 9:53 PM
২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর একটি সাক্ষাৎকারে নানা পটেকরের বিরুদ্ধে মিটুর অভিযোগ এনেছিলেন তুনশ্রী। বলেছিলেন, ২০০৯ সালে 'হর্ন ওকে প্লিজ' ছবির সেটে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন নানা পটেকর। এই ঘটনাটি ভারতে মিটু আন্দোলনের সূত্রপাত ঘটায়। অনেকেই মুখ খোলেন এর পর।
1 / 6
দেশি পোশাকে মজেছেন 'আশিক বনায়া আপনে' গার্ল অভিনেত্রী তনুশ্রী দত্ত।
2 / 6
তাঁর ইনস্টাগ্রামে শুধুই সাবেকি পোশাক পরিহিত ছবি।
3 / 6
মাত্র ২০ বছর বয়সে একটি সর্বভারতীয় বিউটি পেজেন্ট জিতেছিলেন বাঙালি তনয়া তনুশ্রী দত্ত।
4 / 6
দক্ষিণ ভারতীয় 'থিরথ ভিলায়াত্তু পিল্লাই' ছবিতে ডেবিউ করেছিলেন তনুশ্রী।
5 / 6
২০০৫ সালে 'আশিক বনায়া আপনে' ও 'চকোলেট' ছবির হাত ধরে বলিউডে বেডিউ করেন তনুশ্রী।
6 / 6
২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর একটি সাক্ষাৎকারে নানা পটেকরের বিরুদ্ধে মিটুর অভিযোগ এনেছিলেন তুনশ্রী। বলেছিলেন, ২০০৯ সালে 'হর্ন ওকে প্লিজ' ছবির সেটে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন নানা পটেকর। এই ঘটনাটি ভারতে মিটু আন্দোলনের সূত্রপাত ঘটায়। অনেকেই মুখ খোলেন এর পর।