TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার
Aug 24, 2021 | 7:50 PM
বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন পাঁচ শিক্ষিকা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বদলি করে দেওয়ার অভিযোগ তুলে এদিন সল্টলেকে বিক্ষোভ দেখায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। পাঁচজন এসএসকে ও এমএসকে (বৃত্তিমূলক) শিক্ষিকা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এদিন আন্দোলন করেন। অবিলম্বে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে, চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে, জাতীয় শিক্ষানীতি রক্ষা করতে হবে, শিক্ষিকাদের অনৈতিক বদলি বাতিল করতে হবে এরকমই একাধিক দাবিতে এদিনের বিক্ষোভ কর্মসূচি ছিল।
বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘটনাস্থলে আসে বিধাননগর উত্তর থানার পুলিশ। আন্দোলনকারীদের হঠানোর চেষ্টা করতেই দু'পক্ষের মধ্যে গোলমাল বাধে। এরপরই পুলিশের সামনেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন বেশ কয়েকজন শিক্ষিকা। বিষপানের পর বিকাশ ভবনের ভিতরে মাটিতে লুটিয়ে পড়েন পাঁচজন। তাঁদের তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, "শিক্ষকদের আন্দোলনের উপর পুলিশি নির্যাতন এবং মাত্র ৫০০০ টাকা বেতন প্রাপ্ত শিক্ষিকাদের আন্দোলনের কারণে সুদূর উত্তরবঙ্গে বদলির তীব্র নিন্দা করি। তবে বিষ খাওয়াকে সমর্থন করি না। কিন্তু এই পর্যায়ে নিয়ে যেতে বাধ্য করেছে যিনি সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি।"
এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল টুইট করেন। লেখেন, "কোথায় যাচ্ছি আমরা? শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী দেখা করছেন না। প্রতিবাদে আত্মহত্যার সিদ্ধান্ত তাঁদের। শিক্ষামন্ত্রী ব্যস্ত ত্রিপুরাতে গণতন্ত্র রক্ষা করতে। এই দৃশ্য দেখা বাকি ছিল।"
দুই শিক্ষিকা শিখা দাস, জোৎস্না টুডুর অবস্থার অবনতি হলে দু'জনকে কলকাতার এনআরএস হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। বাকি তিন শিক্ষিকা পুতুল জানা মণ্ডল, ছবি দাস, অনিমা নাথকে চিকিৎসার জন্য কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।