Bangla News Photo gallery Team India beat Pakistan by 5 wickets and Virat Kohli get Player of the match award in T20 World Cup 2022 Super 12 stage
T20 World Cup 2022: ভারত-পাক মহারণ জমিয়ে দিলেন বিরাট-হার্দিকরা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Oct 24, 2022 | 6:00 AM
রবিবার মেলবোর্নে ছিল টি২০ বিশ্বকাপের সুপার-১২-তে ভারত-পাকিস্তানের লড়াই। যুযুধান দুই দলের ধুন্ধুমার লড়াই দেখার জন্য মুখিয়ে ছিল ক্রিকেটপ্রমীরা। একটা টাকাও জলে গেল না মেলবোর্নে ম্যাচ দেখতে আসা দর্শকদের।
1 / 7
রবিবার মেলবোর্নে ছিল টি২০ বিশ্বকাপের সুপার-১২-তে ভারত-পাকিস্তানের লড়াই। যুযুধান দুই দলের ধুন্ধুমার লড়াই দেখার জন্য মুখিয়ে ছিল ক্রিকেটপ্রমীরা। একটা টাকাও জলে গেল না মেলবোর্নে ম্যাচ দেখতে আসা দর্শকদের।
2 / 7
চলতি টি২০ বিশ্বকাপের সুপার-১২-তে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপ যাত্রা শুরু করল রোহিত শর্মার ভারত।
3 / 7
টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেকে ছাপ রেখে গেলেন ভারতের তরুণ তুর্কি অর্শদীপ সিং। ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে তিনি তুলে নেন ৩টি উইকেট। যার মধ্যে রয়েছে- পাক নেতা বাবর আজমের উইকেটও। মহম্মদ রিজওয়ান এবং আসিফ আলির উইকেটও নিয়েছেন অর্শদীপ।
4 / 7
পাকিস্তানের ইনিংস চলাকালীন বল হাতে নিজের কাজটা করেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন হার্দিক।
5 / 7
পঞ্চম উইকেটে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার শতরানের জুটি ভারতকে জয়ের স্বপ্ন দেখাতে থাকে। কাকে ছেড়ে কাকে দেখবেন, এমন পরিস্থিতি তৈরি করে দেয় এই জুটি। ৭৮ বলে ১১৩ রান ওঠে হার্দিক-বিরাট জুটিতে।
6 / 7
নিজের স্বভাবসিদ্ধ ঢংয়ে খেলতে দেখা যায় হার্দিক পান্ডিয়াকে। ৩৭ বলে তিনি করে যান ৪০ রান। তাঁর ইনিংসে ছিল ১টি চার ও ২টি ছয়।
7 / 7
রবিবারের ভারত-পাক মহারণে যার কথা না বললেই নয়, তিনি আর কেউ নন, বিরাট কোহলি। তাঁর ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসে ভর করে পাকবধ করল ভারত। বিরাটের এই অপরাজিত ৮২ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়।