India vs England 2021: ওভাল জয়ের পর কোহলিদের নয়া মিশন ম্যাঞ্চেস্টার
৫০ বছর পর ওভালে টেস্ট (Oval Test) ম্যাচ জিতেছে বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India)। এই মুহূর্তে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ভারত-ইংল্যান্ড (India vs England ) সিরিজের শেষ টেস্ট হবে ম্যাঞ্চেস্টারের (Manchester) ওল ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে। ওভাল টেস্ট জয়ের পর টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ম্যাঞ্চেস্টারের উদ্দেশ্যে রওনা দিলেন। কোহলিদের সঙ্গে শেষ টেস্টে উপস্থিত থাকতে পারবেন না ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri), ভারতের বোলিং কোচ ভরত অরুণ (B. Arun) ও ফিল্ডিং কোচ আর শ্রীধর (R. Sridhar)।