
ওয়েস্ট ইন্ডিজকে সীমিত ওভারের সিরিজে ধুয়েমুছে সাফ করে দেওয়ার পর রাহুল দ্রাবিড়ের ছেলেদের লক্ষ্য লঙ্কানবধ। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজে দেখা যাবে রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরাকে। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তবে সেভাবে কাজে লাগাতে পারেননি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও ভারতীয় দলে রয়েছেন শ্রেয়স। সেখানে কী করেন তিনি, সেদিকে নজর থাকবে। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

সুযোগ পেয়ে একটু খানি ক্যারাম খেলে নিলেন ভারতের তরুণ ক্রিকেটার ঈশান কিষাণ। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল সূর্যকুমার যাদবের ব্যাট। লঙ্কানদের বিরুদ্ধেও একই ছন্দে তাঁকে দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে, ভারতের পূর্ণ সময়ের টেস্ট দলের নেতা হিসেবে সফর শুরু হবে রোহিত শর্মার। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)