India vs Sri Lanka: নবাবদের শহরে হাজির রোহিতব্রিগেড
মিশন ক্যারিবিয়ান কমপ্লিট। এ বার টিম ইন্ডিয়ার (Team India) লক্ষ্য লঙ্কানবধ। সেই লক্ষ্যে পৌঁছতেই নবাবদের শহরে পা রাখলেন রোহিত শর্মারা। আমেদাবাদে একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর, কলকাতাতে টি-২০ সিরিজেও কায়রন পোলার্ডদের হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার ভারত। এ বার ভারতের সামনে রয়েছে শ্রীলঙ্কা (India vs Sri Lanka)। ২৪ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ শুরু। এর পর ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। লঙ্কানদের সঙ্গে দুটো টেস্ট খেলবে ভারত।