Bangla NewsPhoto gallery Team India's first ever women's cricket squad at the Commonwealth Games was out training at the Edgbaston Stadium ahead of CWG 2022
আজ, ২৮ জুলাই আনুষ্ঠানিক ভাবে এ বারের কমনওয়েলথ গেমসের পর্দা উঠবে। আগামীকাল, ২৯ জুলাই থেকে শুরু হবে মেয়েদের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আর কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেটের অভিষেকে ভারতের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে নামার আগে এজবাস্টনে অনুশীলনে নেমে পড়েছেন হরমনপ্রীত কৌররা।