রোহিত শর্মা-লোকেশ রাহুল জুটি ওপেন করবেন। তিন নম্বরে বিরাট কোহলি। তাঁর সাম্প্রতিক ছন্দ আশানুরূপ নয়। বিরতি নিয়ে ফিরছেন। ছন্দে ফিরবেন তারই প্রত্যাশা থাকবে। (ছবি : পিটিআই)
ব্যাটিং অর্ডারে ৫, ৬ এবং ৭ নম্বরে দেখা যেতে পারে ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিককে। এরপর থাকছেন রবীন্দ্র জাডেজা। দীপক হুডাকে হয়তো রিজার্ভেই কাটাতে হবে। অন্তত শুরুর দিকে। (ছবি : পিটিআই)
এশিয়া কাপে সূর্য কুমার যাদব, ঋষভ পন্থরা মিডল অর্ডারে খলবেন এটুকু বলাই যায়। টি ২০ বিশ্বকাপের আগে বিকল্প বাড়িয়ে রাখতেই তাঁদের ওপেনিংয়ে পরীক্ষা করা হয়েছে। (ছবি : পিটিআই)
ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিতের সঙ্গে ওপেন করেছেন সূর্য কুমার যাদব। তার আগে ইংল্যান্ড সফরে রোহিতের সঙ্গে ওপেন করেন ঋষভ পন্থ। (ছবি : পিটিআই)
রোহিত শর্মা-লোকেশ রাহুল জুটি ওপেন করবেন। তিন নম্বরে বিরাট কোহলি। তাঁর সাম্প্রতিক ছন্দ আশানুরূপ নয়। বিরতি নিয়ে ফিরছেন। ছন্দে ফিরবেন তারই প্রত্যাশা থাকবে। (ছবি : টুইটার)