Asia Cup 2022: এশিয়া কাপে ভারতের মিডল অর্ডার কী হতে পারে?
লোকেশ রাহুল (KL Rahul) স্কোয়াডে থাকায় এটুকু প্রত্যাশিত, রোহিত শর্মা-লোকেশ রাহুল জুটিই ওপেন করবেন। তেমনই তিন নম্বরে বিরাট কোহলি (Virat Kohli) নিশ্চিত। মিডল অর্ডার কী হতে পারে আলোচনার জায়গা থাকছেই। বিকল্প বেশ কিছু রয়েছে। সম্প্রতি নানা পরীক্ষাও হয়েছে...